শিরোনাম
◈ বৃটেনে বাংলাদেশি প্রভাবশালীদের সম্পত্তি লেনদেন নিয়ে গার্ডিয়ানের বিস্ফোরক প্রতিবেদন ◈ জামায়াতের সমাবেশে বাংলাদেশে নতুন রাজনৈতিক মেরুকরণের বার্তা ◈ এনসিপির নিবন্ধনে ঘাটতি: ৩ আগস্টের মধ্যে সংশোধনের সময় দিয়েছে ইসি ◈ ট্রাম্পের ক্ষোভে ওয়াল স্ট্রিট জার্নাল, মামলা ১০ বিলিয়ন ডলারের ◈ নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ ও ভূ-রাজনৈতিক উদ্বেগ ◈ রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ব্রহ্মপুত্রে চীনের দৈত্যাকার বাঁধ: ভারত ও বাংলাদেশের উদ্বেগ উপেক্ষা করেই প্রকল্পের উদ্বোধন ◈ জাতীয় মানবাধিকারের নামে সমকামিতার অফিস করতে দিবো না: মামুনুল হক ◈ মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫, ১২:৫৭ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় আওয়ামী লীগের  দেড় হাজার নেতা-কর্মীর নামে মামলা, গ্রেপ্তার -১২

প্রমথ রঞ্জন সরকার, কোটালী পাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের দেড় হাজার  নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।

আজ শুক্রবার এস আই উত্তম কুমার সেন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে মামলাটি দায়ের করেন।

এই মামলায় কোটালীপাড়া পুলিশ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে  ১২ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলো, আব্দুল আলিম(১৮),মহিবউল্লাহ শেখ(৩৫),সিরাজুল শেখ(২০),দীপ্ত কাজী(২০),প্রিন্স অধিকারী(১৮),মোরশালিন মুন্সী(২৯),রিফাত বিশ্বাস(২৫),সাগর শেখ(৩৮),মানিক শেখ(৫৬),সজল দাড়িয়া(৩০),আব্দুল হাকিম(৩৫) ও টুটুল হাওলাদার(২৮)।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল কালাম আজাদ বলেন, বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ১শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫শত জনকে অজ্ঞাত আসামী করে এ মামলা দায়ের করা হয়েছে।এদের মধ্যে ১২ জনকে প্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ দিকে গত বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাটে জড়ো হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে। এই বিক্ষোভ মিছিলের কারনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানাগেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়