শিরোনাম
◈ গণতন্ত্রবিরোধীরা আবার জোট পাকাচ্ছে, সতর্ক করলেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ জামায়াতের ৭ দফা বাস্তবায়নে ‘আরেকটি বিপ্লব’ এর আহ্বান সাদিক কায়েমের ◈ নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না: নাহিদ ইসলাম ◈  বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অসুস্থ চিত্রা হরিণকে চিকিৎসা দিলেন বনরক্ষীরা ◈ প্রয়োজন হলে কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে: গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই: প্রেস সচিব ◈ ভালো মানুষ না হলে কখনোই দেশ এবং জাতির উন্নতি সম্ভব না: সেনাপ্রধান (ভিডিও) ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ২২ ম‌্যা‌চের তিন‌টি জি‌তে‌ছে বাংলা‌দেশ ◈ উটের চোখের পানিতে যেভাবে নিষ্ক্রিয় ২৬টি সাপের বিষ! (ভিডিও) ◈ চিকিৎসার অভাবে মারা গেলেন তেলেগু অভিনেতা ফিশ ভেঙ্কট, খরচ তুলতে গিয়ে পরিবার পড়েছিল প্রতারণার ফাঁদে!

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫, ১২:৪৬ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবন থেকে হরিণের মাংস বহনকালে দুইজনকে বাস থেকে আটক করলো বনরক্ষীরা

এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে:দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত    বিশ্ব ঐতিহ্য পূর্ব সুন্দরবন থেকে হরিণের মাংস নিয়ে যাত্রীবাহী বাসে করে ঢাকা যাচ্ছিলো তারা। পথিমধ্যে বৃহস্পতিবার সকালে মঠবাড়ীয়ার বাবুরহাটে শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা মাংস সহ হাতেনাতে দুইজনকে আটক করেছে। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামান এর নেতৃত্বে বনরক্ষীরা বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে মঠবাড়ীয়ার বাবুরহাট বাজার নামক স্থানে টহলদানকালীন সময় ঢাকা গামী যাত্রীবাহী বাস রাজীব পরিবহন ( ঢাকা মেট্টো- ব-১৫-৭৪৩১) থামিয়ে বাসের সাইট বক্সের ভিতর তল্লাশী করে । এ সময় বস্তাবন্দী একটি ককসিটে বরফজাত ১০ কেজি হরিণের মাংসসহ ২ জনকে হাতে নাতে আটক করেন। আটককৃতরা হচ্ছে,বাগেরহাটের কচুয়া এলাকার জোনাব আলীর পুত্র আঃ ছালাম ( ৪০), ও মোড়লগঞ্জের ছোটপরী গ্রামের মোঃ বারেকের পুত্র মোঃ জাকারিয়া ( ২৫)। হরিণের মাংসসহ ধৃতদের পরে শরণখোলা রেঞ্জ সদরে নিয়ে আসা হয়।

পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, হরিণের মাংস সহ আটক ব্যক্তিরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস নিয়ে বাসে করে ঢাকা যাচ্ছিল। আটক আসামীদের বিরদ্ধে মামলা করা হয়েছে। আসামী দুইজনকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে বলে ডিএফও জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়