শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৫, ১১:৪৮ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় অটোরিকশাচালকের সততার অনন্য নজির: ১৫ লাখ টাকার ব্যাগ ফেরত দিলেন মালিককে

হৃদয় হাসান, কুমিল্লা: কুমিল্লায় ফেলে যাওয়া ১৫ লাখ টাকার ব্যাগ মালিককে ফিরিয়ে দিয়ে সততার অনন্য উদাহরণ গড়েছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালক অনিক মিয়া। বৃহস্পতিবার (১৭ জুলাই) নগরীর দারোগাবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন এই সৎ চালক। কুমিল্লা নগরীর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা অনিক মিয়া।

জানা গেছে, কুমিল্লার পানপট্টি এলাকার স্বর্ণ ব্যবসায়ী মরণ শীল সকালে সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার পথে অটোরিকশায় ওঠেন। গন্তব্যে পৌঁছে ভুলবশত ১৫ লাখ টাকা থাকা একটি ব্যাগ অটোরিকশায় ফেলে নামেন তিনি। পরে ফিরে এসে অটোচালক বা ব্যাগ—কিছুই আর খুঁজে পাননি।

এক ঘণ্টা পর, হতাশ হয়ে বাসায় ফেরার পথে তিনি দেখতে পান চালক অনিক মিয়া সেখানে এসে তাকে খুঁজছেন। উপস্থিত কয়েকজনের সামনে ব্যাগটি ফেরত দেন অনিক।

অনিক মিয়া জানান, “ব্যাগে এত টাকা দেখে আমি প্রথমে বাবাকে ফোন করি। বাবা বলেন, ‘যার জিনিস, তাকে খুঁজে দে, হারাম টাকা নিয়ে বাঁচা যায় না।’ এরপরই আমি এলাকা ঘুরে ব্যাগের মালিককে খুঁজে বের করি।”

ব্যাগ ফেরত পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ব্যবসায়ী মরণ শীল। তিনি বলেন, “অনিক যে কাজটি করেছে, তা একেবারেই বিরল। তার মতো সৎ মানুষের কারণেই সমাজে এখনো ভালোবাসা ও বিশ্বাস টিকে আছে। আমি তার প্রতি কৃতজ্ঞ।”

সততার এই দৃষ্টান্ত এখন কুমিল্লাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়