তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ-১৭ জুলাই,রাত ৩টা থেকে সকাল ৮ পযর্ন্ত , শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, এর নির্দেশনায় শেরপুরের শ্রীবর্দী উপজেলার জগরারচর, কর্নঝোড়াও ভেলুয়াতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বিরোধী অভিযান পরিচালনা করে পাচঁজন কে আটক করা হয় ।
পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয় । এ অভিযান পরিচালনা করেন শ্রীবর্দী উপজেলা নির্বাহী অফিসার, শেখ জাবের আহমেদ - শ্রীবর্দী উপজেলা পুলিশ ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মচারী বৃন্দ ।
অভিযানে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনকাজে জড়িত থাকার অপরাধে মো. টুটুল হাওলাদার (৪৮), পিতা: মৃত নাজির হাওলাদার, শ্রী দিলীপ চন্দ্র ঘোষ (৫০), পিতা স্বর্গীয় মোহন চন্দ্র ঘোষ ও মো. শাহিনুর রহমান শাহিন (৩৩), পিতা : মাসুদুর রহমান কে ৩০ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং মো: ইয়াসিন (২৫) পিতা আবু সাইদ ও মো: বাবুল (৪৫), পিতা আফজল হোসেন কে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।