শিরোনাম
◈ সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস, প্রজ্ঞাপন জারি ◈ সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও জাতীয় নির্বাচন সম্ভব: বিবিসি বাংলাকে সিইসি ◈ সন্ত্রাসীদের ধরতে যে কোন সময় সারাদেশে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ বাঁশখালীর আস্ক‌রিয়ায় সাপের কামড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু ◈ বিএনপির মঞ্চে শ্রমিক লীগ নেতা! রাজশাহীতে তৃণমূলে ক্ষোভের বিস্ফোরণ: ◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা!

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ০৭:৪৬ বিকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে 'সেরা সাঁতারুর খোঁজে' ৪০ জনকে 'ইয়েস কার্ড' প্রদান

মিজান লিটন, চাঁদপুর: চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ৬ জেলার ১৭০ জন সাতারু অংশ নেয়।

শনিবার ৫ জুলাই  চাঁদপুর শহরের অঙ্গীকার লেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে ৪০ জন সাঁতারু ইয়েসকাড প্রাপ্ত হন। সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজন প্রথম পর্বের শেষ আয়োজন ছিল চাঁদপুরে । 

ইয়েস কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মোহসিন উদ্দিন ,  পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব, নৌবাহীনীর লেফটেন্যান্ট কমান্ডার ফাহিম আহমেদ ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন বলেন, সেরা সাঁতারুর খোঁজে চাঁদপুরে ৬ জেলার ১৭০ জন সাঁতারু অংশগ্রহণ করেছে। এদের মধ্যে ৪০ জনকে ইয়েস কার্ড দেওয়া হয়েছে। উৎসব মুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।  এখান থেকে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।  বাংলাদেশ থেকে যেন সেরা  সাতারু সৃষ্টি হয় এটিই আমাদের মূল লক্ষ্য। 


আয়োজকদের  কাছ থেকে জানা যায় যে, সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ - ২০২৫ এ ৯ থেকে ১১ বছর বালক ৩০ জন, ৯ থেকে ১১ বছর বালিকা- ০৬ জন, ১২ থেকে ১৫ বছর বালকে ১০৯ জন ও ১২ থেকে ৫ বছর বালিকায় ২৩ জন।

‘ইয়েস কার্ড’ প্রাপ্ত সাঁতারুদের পরিসংখ্যানে প্রাপ্ত ৯ থেকে ১১ বছর বালকে  ০৪ জন, ৯ থেকে ১১ বছর বালিকায় ০৩ জন, ১২ থেকে ১৫ বছর বালকে ২০ জন ও ১২ থেকে ১৫ বছর বালিকায় ১৩ জন। এতে  বালক  ২৪ জন ও বালিকায় ১৬ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়