শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে 'সেরা সাঁতারুর খোঁজে' ৪০ জনকে 'ইয়েস কার্ড' প্রদান

মিজান লিটন, চাঁদপুর: চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ৬ জেলার ১৭০ জন সাতারু অংশ নেয়।

শনিবার ৫ জুলাই  চাঁদপুর শহরের অঙ্গীকার লেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে ৪০ জন সাঁতারু ইয়েসকাড প্রাপ্ত হন। সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজন প্রথম পর্বের শেষ আয়োজন ছিল চাঁদপুরে । 

ইয়েস কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মোহসিন উদ্দিন ,  পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব, নৌবাহীনীর লেফটেন্যান্ট কমান্ডার ফাহিম আহমেদ ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন বলেন, সেরা সাঁতারুর খোঁজে চাঁদপুরে ৬ জেলার ১৭০ জন সাঁতারু অংশগ্রহণ করেছে। এদের মধ্যে ৪০ জনকে ইয়েস কার্ড দেওয়া হয়েছে। উৎসব মুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।  এখান থেকে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।  বাংলাদেশ থেকে যেন সেরা  সাতারু সৃষ্টি হয় এটিই আমাদের মূল লক্ষ্য। 


আয়োজকদের  কাছ থেকে জানা যায় যে, সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ - ২০২৫ এ ৯ থেকে ১১ বছর বালক ৩০ জন, ৯ থেকে ১১ বছর বালিকা- ০৬ জন, ১২ থেকে ১৫ বছর বালকে ১০৯ জন ও ১২ থেকে ৫ বছর বালিকায় ২৩ জন।

‘ইয়েস কার্ড’ প্রাপ্ত সাঁতারুদের পরিসংখ্যানে প্রাপ্ত ৯ থেকে ১১ বছর বালকে  ০৪ জন, ৯ থেকে ১১ বছর বালিকায় ০৩ জন, ১২ থেকে ১৫ বছর বালকে ২০ জন ও ১২ থেকে ১৫ বছর বালিকায় ১৩ জন। এতে  বালক  ২৪ জন ও বালিকায় ১৬ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়