শিরোনাম
◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কুমিল্লায় সরকারি সুইমিংপুলে রশিদ ছাড়াই লক্ষাধিক টাকা উত্তোলনের অভিযোগ ◈ বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত অবরুদ্ধ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ, ১০ নারী-২ পুরুষ আটক

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০২:০৩ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় মু‌ক্তিযোদ্ধার ছেলেকে গু‌লি করে হত্যা

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া : কু‌ষ্টিয়া সদর উপজেলায় এক মু‌ক্তিযোদ্ধার ছেলেকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১০ জুন) রাত নয়টার দিকে উপজেলার মধুপুর পশুহাট সংলগ্ন কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়কের পাশে গু‌লি‌বিদ্ধ লাশ‌টি পড়ে থাকতে দেখে পু‌লিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে এক শটগান, মটরসাইকেল ও কয়েকরাউন্ড গু‌লি জব্দ করেছে পুলিশ।

এ সব তথ্য নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ব‌বিদ‌্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

নিহত টুটুল হোসেন (৪০) ওই গ্রামের প্রয়াত মু‌ক্তিযোদ্ধা তুরাব হোসেনের ছেলে। তি‌নি দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফিরে স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে গুলিবিদ্ধ লাশটি পড়ে থাকতে দেখে পু‌লিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি শটগান, একটি মোটরসাইকেল ও কয়েক রাউন্ড গু‌লি জব্দ করেছে।

ইসলামী বিশ্ব‌বিদ‌্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, রাতে কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়কের মধুপুর পশুহাট সংলগ্ন স্থানে টুটুলের লাশ পড়ে থাকতে দেখে পু‌লিশকে খবর দেই স্থানীয়রা। পু‌লিশ ঘটনাস্থলে পৌছে লাশের পাশ থেকে এক‌টি শটগান,কয়েকরাউন্ড গু‌লি ও মটরসাইকেল জব্দ করেছে। মুখে আঘাত করা হয়েছে। ধারনা কর‌ছি অন‌্য কোথাও হত‌্যা করে লাশ ফেলে গেছে। ঘটনায় তদন্ত চলছে।

ওসি আরও জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়