শিরোনাম
◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কুমিল্লায় সরকারি সুইমিংপুলে রশিদ ছাড়াই লক্ষাধিক টাকা উত্তোলনের অভিযোগ ◈ বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত অবরুদ্ধ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ, ১০ নারী-২ পুরুষ আটক ◈ জামায়াতের সমাবেশ উপলক্ষে বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেলওয়ে

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০২:০১ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আব্দুর রশিদ (৪৭) নামে বড় ভাই নিহত হয়েছেন মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জে চরমোহনপুর লাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রশিদ একই এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ছোট ভাই তৌহিদুল ইসলাম বিকাশ (৩৮)।
 
স্থানীয়রা জানান, বাবার পৈতৃক জমি ভাগ-বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। মঙ্গলবার বাড়ির সামনে আব্দুর রশিদ গরুর খাবার ছেঁকে ফেলার সময় পানির সাথে থাকা আমের আঁঠি তার ছোট ভাইয়ের স্ত্রীর গায়ে পড়ে। এই তুচ্ছ ঘটনায় ছোট ভাই বিকাশ তার বড় ভাই আব্দুর রশিদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন।  এক পর্যায়ে ছোট ভাই  ধারালো অস্ত্র দিয়ে বড় ভাইকে  আঘাত করে পালিয়ে যায়।  
 
২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুর রশিদের মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃত অবস্থায় পায়।  মরদেহের পেটের ওপর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ২০১৪ সাল থেকে বসতবাড়ির জায়গাজমি নিয়ে বিরোধ ছিল আপন দুই ভাইয়ের মধ্যে। এ নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে ছোট ভাই ছুরিকাঘাত করলে বড় ভাইয়ের মৃত্যু হয়।

পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মতিউর। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়