শিরোনাম
◈ ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকের পর রাজনীতিতে স্বস্তির ইঙ্গিত: সৈয়দা রিজওয়ানা হাসান ◈ নজিরবিহীন সতর্কতা জারি: ইরানি নাগরিকদের যা বলছে ইসরায়েল ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে: সিইসি ◈ যে ইরানি ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছেন! ◈ ঈদের বিরতির পর নগর ভবনে ফের ইশরাক ◈ চীনে কারখানায় রোবটের হামলায় আতঙ্ক, ভিডিও ভাইরাল ◈ দুবাইয়ে ৬৭ তলা ভবনে ভয়াবহ আগুন ◈ হাইফা থেকে আশদোদ পর্যন্ত ইরানি ক্ষেপণাস্ত্র হামলা; ইসরাইলের কৌশলগত ভুল কী ছিল? ◈ ক্লাব বিশ্বকাপ ফুটব‌লের উ‌দ্বোধনী ম‌্যা‌চে জয় পে‌লো না কো‌নো দলই ◈ নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হবে?

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০১:৩১ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেই গাড়িটি ফেরত চান সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের শাফিনা টাওয়ারে পাওয়া বিলাসবহুল গাড়িটি ভারতের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের। 
 
আজ মঙ্গলবার বেলা ১টার  বিষয়টি নিশ্চিত করেছেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি তাঁর বাবার গাড়িটি ফিরে পাওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন।
 
কুষ্টিয়ার পুলিশ লাইনের সামনে শাফিনা টাওয়ারের গ্যারেজে পাওয়া টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের কালো রঙের একটি গাড়ির মালিকের সন্ধানে নামে পুলিশ। গতকাল সোমবার রাতে যাচাইবাছাই করে পুলিশ জানতে পারে, গাড়িটির মালিক ছিলেন কলকাতায় হত্যার শিকার এমপি আনার।
 
 গত বছরের মে মাসে ভারতে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য আনার। পরে তাঁকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে
 
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ভারতের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘গাড়িটি আমাদের। আমরা গাড়িটি কারও কাছে বিক্রি করিনি। তবে গাড়িটি ওইখানে কেন, সেটাও জানি না।’ তিনি বলেন, ‘আমার বাবা যেভাবে নৃশংসভাবে খুন হয়েছেন, তাতে আমাদের গাড়ির কথা মনেই ছিল না। ৫ আগস্টের ঘটনার পর আমরা আরও ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে গাড়িটা আমরা নিজেদের মধ্যে খোঁজাখুঁজি করছিলাম। নিজেদের মতো করেই এ নিয়ে খোঁজ নিচ্ছিলাম।’ ডরিন আরও বলেন, ‘আমার বাবার ডেথ সার্টিফিকেট ও ডিএনএ টেস্টের রেজাল্ট এখনো পাইনি। কিছুদিন আগেও ভারত থেকে ঘুরে এলাম। বাবার জানাজাটা পর্যন্ত হয়নি। এমন পরিস্থিতিতে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। যেহেতু বাবার হঠাৎ করেই এমন দুর্ঘটনা হলো, তারপর থেকে আমাদের মাথায় গাড়ির বিষয়টি ছিলই না।’ গাড়ি পাওয়ার ব্যাপারে ডরিন আরও বলেন, ‘এ বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। তবে আমাদের গাড়িটি বুঝিয়ে দিতে তাঁদের সহায়তা নেব।’
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক কোটি টাকা মূল্যের টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের কালো রঙের একটি গাড়ি প্রায় তিন মাস আগে সাফিনা টাওয়ারের গ্যারেজে আনা হয়।
 
সাফিনা টাওয়ারের গ্যারেজের দায়িত্বে থাকা প্রহরী আলমগীর জানান, প্রায় তিন মাস আগে একটি তামাক কোম্পানির দুই কর্মকর্তা গাড়িটি রেখে যান। তাঁদের কোম্পানির বায়ারদের জন্য ভবনের দুই, তিন ও চারতলায় পাঁচটি ফ্ল্যাট ভাড়া নেওয়া আছে।
 
জানতে চাইলে আজ মঙ্গলবার বেলা ২টার দিকে কুষ্টিয়া পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফয়সাল মাহমুদ  বলেন, গাড়িটি জব্দ করে ওই ভবনমালিকের জিম্মায় রাখা হয়েছে। তবে গাড়িটি ঝিনাইদহের সাবেক এমপির কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কাগজগুলো বিআরটিএ কর্মকর্তাদের মাধ্যমে যাচাই করা হবে। তবে অফিস ছুটি থাকায় তা সম্ভব হচ্ছে না। পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়