শিরোনাম
◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কুমিল্লায় সরকারি সুইমিংপুলে রশিদ ছাড়াই লক্ষাধিক টাকা উত্তোলনের অভিযোগ ◈ বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত অবরুদ্ধ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ, ১০ নারী-২ পুরুষ আটক

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ১০:১১ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় আ,লীগ কর্মীদের হাতে বিএনপি কর্মী খুন

আইরিন  হক, (বেনাপোল) যশোরের শার্শার লক্ষণপুরে পূর্ব শক্রতার জের ধরে আ,লীগ কর্মীরা কুপিয়ে হত্যা করেছে  লিটন  নামে বিএনপির এক কর্মীকে।

মঙ্গলবার(১০ জুন) রাত ১১ টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে লিটনকে কুপিয়ে আহত করে এসব সন্ত্রাসীরা।

হত্যার শিকার লিটন যশোরের শার্শা উপজেলের লক্ষনপুর ইউনিয়নের গ্রামের আজগর আলীর ছেলে।

এর আগে গত রোববার রাতে এ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামের বিএনপি কর্মী আব্দুল হাইকে ককটেল হামলা চালিয়ে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসীরা।

শার্শা উপজেলা বিএনপির সভাপতি  আবুল হাসান জহীর জানান, হত্যার শিকার লিটন তাদের সক্রিয় বিএনপি কর্মী ছিলেন। ঐ গ্রামের আ,লীগ কর্মীদের সাথে সাথে দ্বন্ধ ছিল। এদিন বাজারে একটি ঢেলা গাড়িতে শুয়ে ছিল লিটন। এসময় পূর্ব পরিকল্পিত ভাবে আ,লীগের কয়েক সন্ত্রাসীরা দলবেঁধে আক্রমন চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  রবিউল ইসলাম জানান, হত্যার ঘটনা জানতে পেরে তিনি পুলিশ নিয়ে ঘটনা স্থলে যান। অপ্রতিকর ঘটনা এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদকের কারবার নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এ এলাকার সেলিম,মোমিন ও রমজানসহ কয়েকজন আ,লীগ কর্মী লিটনকে হত্যায় অংশ নিয়েছিল ৷ মামলার প্রস্তুতি ও অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়