শিরোনাম
◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কুমিল্লায় সরকারি সুইমিংপুলে রশিদ ছাড়াই লক্ষাধিক টাকা উত্তোলনের অভিযোগ ◈ বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত অবরুদ্ধ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ, ১০ নারী-২ পুরুষ আটক

প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ০১:৪০ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে মহানবী‌কে কটূক্তির অভিযোগে পল্লীচিকিৎসক গ্রেপ্তার

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধি : চট্টগ্রামের বাঁশখালীতে হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তি করায় চাম্বল এলাকা থে‌কে পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ জুন) গভীর রা‌তে অভিযান চালিয়ে তার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে । গ্রেফতারককৃত প্রবীর চৌধুরী উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকার প্রমোদ চৌধুরীর ছেলে।

স্থানীয় প্রত‌্যক্ষদর্শী ও উপ‌জেলা প্রশাসন সু‌ত্রে জানা যায় সোমবার রাতে হযরত মুহাম্মদ (সা.) কটূক্তিকারী করার অ‌ভি‌যোগ উ‌ঠে
পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরীর বিরু‌দ্ধে  এবং তাকে গ্রেপ্তার করার দা‌বি‌তে এলাকায় মানুষ উত্তেজিত হয়ে পড়ে। খবর পেয়ে চাম্বল বাংলা বাজারে বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম, বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, সেনাবাহিনী সহ আইনশূংখলা বা‌হিনী ঘটনাস্থলে উপ‌স্থিত হ‌য়ে জনগন‌কে অপরাধীর শা‌স্তির নি‌শ্চিত করার আশ্বা‌সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প‌রে সোমবার গভীর রা‌তে (রাত ১ টার দিকে)  স্থানীয় জনতা বাঁশখালী থানার সামনে উপস্থিত হয়ে গ্রেপ্তারকৃত পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে। এ সময় জনতা‌কে শান্ত কর‌তে গি‌য়ে
জামায়াত ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ সেক্রেটারী ও  বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, কেউ নি‌জের হ‌া‌তে  আইন তু‌লে নে‌বেন না, প্রশাসন অপরাধীর শা‌স্তি নি‌শ্চিত কর‌বে।যা‌তে কটূক্তিকারী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ভ‌বিষ‌্যতে যা‌তে এ ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে।

বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, মহানবীকে নিয়ে কটূক্তিকারী পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধেে‌ দে‌শের প্রচ‌লিত আইন অনুসা‌রে ব্যবস্থা গ্রহন করা হ‌বে ,যা‌তে ভ‌বিষ‌্যতে এ ধর‌নের ঘটনা না ঘ‌টে।

এ‌দি‌কে মি‌ছিল সহ বাঁশখালী থানার সামনে উপস্থিত জনতার উদ্দেশ্যে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম বলেন, ইসলাম শান্তির ধর্ম ‌। মহানবীকে কটূক্তিকারী পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরীর রাষ্ট্রীয় আইনে সর্বোচ্চ শাস্তির ব‌্যবস্থা করা হ‌বে। এ ঘটনায় রাষ্ট্র বাদী হয়ে মামলা দায়ের করা হবে। জেলা ম্যাজিস্ট্রেট এর কাছে লিখব, দ্রুত বিচার হওয়া উচিত।  এ ঘটনার সুষ্ঠু বিচার হবে‌‌। তিনি বলেন, আপনারা কোন ধরনের অবস্থার অবনতি ঘটতে দেবেন না। এটা নিয়ে কোন রাজনীতি করবেন না।

এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে ক্ষোভ উ‌ত্তেজনা বিরাজ কর‌লেও প্রশাস‌নের ক‌ঠোর নজরদা‌রি র‌য়ে‌ছে ব‌লে সু‌ত্রে জানা যায়। এ‌দি‌কে মঙ্গলবার (১০জুন) দুপু‌রে এ রি‌পোর্ট লেখা পর্যন্ত মহানবীকে কটূক্তিকারী গ্রেফতারকৃত পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরীর বিরু‌দ্ধে মামলা সহ আদাল‌তে প্রের‌নের প্রক্রিয়া চল‌ছে ব‌লে থানা সু‌ত্রে জানা যায় ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়