শিরোনাম
◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কুমিল্লায় সরকারি সুইমিংপুলে রশিদ ছাড়াই লক্ষাধিক টাকা উত্তোলনের অভিযোগ ◈ বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত অবরুদ্ধ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ, ১০ নারী-২ পুরুষ আটক ◈ জামায়াতের সমাবেশ উপলক্ষে বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেলওয়ে ◈ বিএনপিকে নিশ্চিহ্ন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে কেউ কেউ : মির্জা আব্বাস  ◈ দেবিদ্বারে পানি সরবরাহ শুরুর আগেই মিটার চু‌রির হি‌ড়িক

প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ০১:৩৫ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষকের দুশ্চিন্তা বাড়ছে,অপরিপক্ক পাটে জমেছে বৃষ্টির পানি

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলার সালথা উপজেলা পাট চাষের জন্য একটি অন্যতম স্থান। যেখানে ৯৫ শতাংশ কৃষক পাট চাষাবাদ করে থাকে। পাটের ফলনও ভালো হয়। এবার কয়েকদিনের অনবরত বৃষ্টিতে অপরিপক্ক পাটে জমেছে বৃষ্টির পানি। এতে পাটের গোড়া পঁচার আশঙ্কা করছে কৃষক। এখন কৃষক না পাড়ছে পাট কাটতে, না পাড়ছে অন্য সিদ্ধান্ত নিতে। ফলে কৃষকদের মধ্যে উভয় সঙ্কট দেখা দিয়েছে। 
 
সালথার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদুল আজহার আগের কয়েকদিনের বৃষ্টিতে  নিচু জমির পাটে বৃষ্টির পানি জমে আছে। তাইতো পাটের গোড়া পঁচনধরার সাথে সাথে দাঁড়িও গজাচ্ছে। এখন এ পাট না যাচ্ছে কাটা, আর না যাচ্ছে নতুন করে পাট বুনন করা। এতে পাট চাষে লোকসানের মুখে পড়তে হবে কৃষকদের।
 
সালথার খোয়াড় গ্রামের পাটচাষি আবুল ফকির ও হারুন মাতুব্বর দৈনিক জনকণ্ঠ কে বলেন, এবার আমরা কয়েক বিঘা জমিতে পাট চাষ করেছি। পাট পুরো মাঠ জুড়ে হাসছিলো।  এই কয়েক দিনের অকাল বৃষ্টিতে অধিকাংশ জমিতে পানি জমে গেছে। গোড়া পঁচে যাওয়ার উপক্রম হয়েছে। এখন পানি যদি না নামে তবে ক্ষতির সম্মুখীন হতে হবে।
 
একই উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের ফজল মাতুব্বর বলেন, আমাদের পাটের গোড়া পঁচে যাচ্ছে। তবে, পাট কাটলেও ফলন হবেনা। আমাদের মাথায় হাত। সালথা কৃষি অফিস বলছে, হঠাৎ কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিতে সালথার অধিকাংশ নিচু জমিতে পানি জমেছে। এতে পাটের গোড়া পঁচার আশঙ্কা রয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়