শিরোনাম
◈ সংসদ নির্বাচনে তোড়জোড়, প্রার্থীদের তথ্য সংগ্রহ শুরু ◈ যুক্তরাষ্ট্রের শুল্ক এখনও চূড়ান্ত নয়, আলোচনার মাধ্যমে সমাধানের আশা: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন ◈ চিলমারীতে রাজনৈতিক অস্থিরতা, পুলিশি টহল জোরদার ◈ "টিকিট চাইতেই ক্ষুব্ধ বখাটেরা: আরডিএ পার্কে আনসার সদস্যকে বেধড়ক মারধর" ◈ টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে গিয়ে টাকা লুটের অভিযোগ, ৩ কর্মকর্তা বরখাস্ত ◈ কুমিল্লা মেডিকেল কলেজে ৭১টি শিক্ষক পদ শূন্য: শিক্ষার মান নিয়ে উদ্বেগ ◈ ফরিদপুরে গরু চুরির আতঙ্কে সালথা উপজেলা বাসী! ◈ চট্টগ্রামে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, পাহাড়ধসের শঙ্কা ◈ টিটিসি নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছেন অভিযুক্তরা ◈ সরিষাবাড়ীতে চরাঞ্চলে মিষ্টি আলুর বাম্পার ফলন : ভালো দাম পাওয়ায় খুশি কৃষক

প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ০১:৩৫ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষকের দুশ্চিন্তা বাড়ছে,অপরিপক্ক পাটে জমেছে বৃষ্টির পানি

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলার সালথা উপজেলা পাট চাষের জন্য একটি অন্যতম স্থান। যেখানে ৯৫ শতাংশ কৃষক পাট চাষাবাদ করে থাকে। পাটের ফলনও ভালো হয়। এবার কয়েকদিনের অনবরত বৃষ্টিতে অপরিপক্ক পাটে জমেছে বৃষ্টির পানি। এতে পাটের গোড়া পঁচার আশঙ্কা করছে কৃষক। এখন কৃষক না পাড়ছে পাট কাটতে, না পাড়ছে অন্য সিদ্ধান্ত নিতে। ফলে কৃষকদের মধ্যে উভয় সঙ্কট দেখা দিয়েছে। 
 
সালথার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদুল আজহার আগের কয়েকদিনের বৃষ্টিতে  নিচু জমির পাটে বৃষ্টির পানি জমে আছে। তাইতো পাটের গোড়া পঁচনধরার সাথে সাথে দাঁড়িও গজাচ্ছে। এখন এ পাট না যাচ্ছে কাটা, আর না যাচ্ছে নতুন করে পাট বুনন করা। এতে পাট চাষে লোকসানের মুখে পড়তে হবে কৃষকদের।
 
সালথার খোয়াড় গ্রামের পাটচাষি আবুল ফকির ও হারুন মাতুব্বর দৈনিক জনকণ্ঠ কে বলেন, এবার আমরা কয়েক বিঘা জমিতে পাট চাষ করেছি। পাট পুরো মাঠ জুড়ে হাসছিলো।  এই কয়েক দিনের অকাল বৃষ্টিতে অধিকাংশ জমিতে পানি জমে গেছে। গোড়া পঁচে যাওয়ার উপক্রম হয়েছে। এখন পানি যদি না নামে তবে ক্ষতির সম্মুখীন হতে হবে।
 
একই উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের ফজল মাতুব্বর বলেন, আমাদের পাটের গোড়া পঁচে যাচ্ছে। তবে, পাট কাটলেও ফলন হবেনা। আমাদের মাথায় হাত। সালথা কৃষি অফিস বলছে, হঠাৎ কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিতে সালথার অধিকাংশ নিচু জমিতে পানি জমেছে। এতে পাটের গোড়া পঁচার আশঙ্কা রয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়