শিরোনাম
◈ নিরাপত্তা সতর্কতায় পুলিশ, রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ‘বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না’ (ভিডিও) ◈ পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক ◈ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ২য় ধাপে বড় বিজ্ঞপ্তি ◈ পাটওয়ারীর ও হাসনাতের সাথে ডা. জাহিদ রায়হানের বাকবিতণ্ডা! (ভিডিও) ◈ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ◈ ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ◈ রংপুরে ভুয়া নারী সৈনিক সেজে অনলাইনে প্রেমের ফাঁদ, এরপর যা ঘটল! ◈ পুলিশ সুপারের বাসভবনে আগুন ◈ ভারতীয় রাষ্ট্রদূত তলব : হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে গভীর উদ্বেগ 

প্রকাশিত : ০৯ জুন, ২০২৫, ০৮:২৫ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় কৃষকের ৫টি গরু বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া(কুমিল্লা)প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষকের ৫ টি গরু বিষ প্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে৷ ঘটনাটি ঘটেছে উপজেলার শিদলাই ইউনিয়নের  ৯ নং ওয়ার্ডের আনছর আলী মেম্বার বাড়িতে৷ 

মৃত মফিজুল ইসলাম এর ছেলে কামাল হোসেন (৩০) জানান, প্রতিদিনের ন্যায় আমার গোয়াল ঘরের গরু গুলোকে রাত ৯ টার দিকে খাবার দিয়ে  আসি৷ এর ঘন্টাখানেক পরে রাত ১০ টার দিকে ছটফট করতে করতে একে একে  ৪টি গরু  মারা যায়৷ সাথে সাথে এলাকার গরুর ডাক্তারকে নিয়ে আসলে দেখে জানান যে গরু গুলোকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছে৷ কামালের মা, মৃত মফিজুর ইসলামের স্ত্রী মোসাঃ হুসনেহেরা বেগম (৬০) জানান, আমরা কিস্তিতে টাকা তুলে গরু গুলো কিনে ছিলাম৷ ৫ টি গরুর মধ্যে ২ টি গাভী পেগনেন্ট ছিল৷ ৪ টি গরু সাথে সাথে মারা যায়৷

এখনও একটি বাছুর মাটিতে পরে আছে৷ কামালের বোন নাজমা আক্তার (৩৫) জানান আমাদের পরিবারের আয়ের উৎস ছিল গাভী গুলো৷ কিন্তু কে বা কারা বিষ দিল আমরা কিছুই জানিনা৷ প্রশাসনের কাছে আকুল আবেদন আমাদের যেন সাহায্য করা হয়৷ আমরা আবার গরু ক্রয় করতে পারি৷ কামালের আত্মীয় মোঃ আওয়াল সরকার জানান খবর পেয়ে আমরা ছুটে এসে দেখতে পাই গরু গুলো ছটফট করতে করতে পরে পরে মারা যাচ্ছে এটা অত্যন্ত দুক্ষজনক৷ অবলা পশুর সাথে যারা এ কাজ করেছে তারা মানুষের কাতারে পরেনা৷ এক সাথে ৫ গরুর মুত্যুতে বাকরুদ্ধ পরিবারের তথা সমাজের মানুষ৷ ভুক্তভোগী কামাল হোসেন বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়