শিরোনাম
◈ বন্ধ হচ্ছে শিল্প-কারখানা, স্থবির ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ  ◈ দেশের বর্তমান জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ ◈ সা‌কিব বল‌লেন আমার বেস্ট‌ফ্রেন্ড নেই,  তামিম ও মুশফিক ভালো বন্ধু ◈ সব চেয়ে দুর্ভাগ্যজনক উনি আমাদের দলের চেয়ারম্যান, একটা মাথা খারাপ লোক, অসুস্থ লোক, মেন্টালি সিক: কাজী ফিরোজ রশীদ ◈ এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন ২ শতাধিক আন্দোলনকারী ◈ হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ  ◈ ৭৪ দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারবেন চীনে, ভিসানীতিতে বড় ধরনের শিথিলতা ◈ পলাশে চাদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিস্কার ◈ ভারতীয় ক্রিকেটার দয়ালের বিরুদ্ধে ধর্ষণ মামলা ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি দল ঘোষণা কর‌লো পাকিস্তান, স্কোয়া‌ডে নেই শাদাব ও হা‌রিস রউফ

প্রকাশিত : ০৮ জুন, ২০২৫, ০৩:৫৮ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুরবানির মাংস কাটাকাটি নিয়ে বাকবিতণ্ডা, বড় ভাইয়ের প্রাণ কেড়ে নিল ছোট দুই ভাই

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পারিবারিক কলহ ও কুরবানির মাংস কাটাকাটি নিয়ে বাকবিতণ্ডার জেরে দুই ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাই দুলাল মিয়াকে (৫০) হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৮ জুন) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত দুলাল মিয়া উপজেলার ইছাপুরা ইউনিয়নের পুইতারা উত্তরহাটি এলাকার মৃত ওমর আলীর ছেলে। 

নিহতের স্ত্রী কাজল বেগম ও মেয়ে সাবিনা ইয়াসমিনের অভিযোগ, বাড়ির জায়গা জমি নিয়ে ছোট ভাই রুবেল ও আলমগীরের সঙ্গে দুলাল মিয়ার বিভিন্ন সময় পারিবারিক কলহ তৈরি হতো। শনিবার দুপুরে কুরবানির মাংস কাটার সময় মাংসের আকার ছোট-বড় করা নিয়ে দুলাল মিয়ার সঙ্গে তার ভাইদের তর্ক বিতর্ক হয়।

এক পর্যায়ে রুবেল ও আলমগীর দুলাল মিয়াকে মারধর করে তার মুখে বিষ ঢেলে দেয়। পরে তাকে মুমূর্ষ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিলে সেখানে সেখানে তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের সদস্যরা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা ঘটনাটির তদন্ত চলছে। ঘটনার পর থেকে দুই ভাই রুবেল ও আলমগীর পলাতক রয়েছেন। পরিবারের পক্ষ থেকে মামলা দেয়া হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়