শিরোনাম
◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কুমিল্লায় সরকারি সুইমিংপুলে রশিদ ছাড়াই লক্ষাধিক টাকা উত্তোলনের অভিযোগ ◈ বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত অবরুদ্ধ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ, ১০ নারী-২ পুরুষ আটক ◈ জামায়াতের সমাবেশ উপলক্ষে বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেলওয়ে ◈ বিএনপিকে নিশ্চিহ্ন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে কেউ কেউ : মির্জা আব্বাস  ◈ দেবিদ্বারে পানি সরবরাহ শুরুর আগেই মিটার চু‌রির হি‌ড়িক

প্রকাশিত : ০৮ জুন, ২০২৫, ০১:০৮ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাজাহানপুরে ঈদগাহে যেতে বাস চাপায় প্রান হারালো বাবা ছেলে

আবদুল ওহাব শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শাজাহানপুরে পিতার হাত ধরে ঈদগাহ মাঠে নামাজ পড়তে যাওয়ার সময় বাস চাপা পড়ে এক সাথে বাবা ছেলে দুজনেই নিহত হয়েছে।  

শনিবার ৭ জুন  উপজেলার নয়মাইল এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বগুড়া  শেরপুর হাইওয়ে পুলিশের ওসি আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

নিহতরা হলেন- উপজেলার বামুনিয়া মণ্ডলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে চাঁন মিয়া এবং তার চার বছরের ছেলে আব্দুল্লাহ। এ ঘটনায় ওই পরিবারে ঈদ আনন্দের পরিবর্তে কান্না আহাজারী আর শোকের মাতম চলছে। 

এবিষয়ে হাইওয়ে ওসি আজিজুল ইসলাম বলেন, ঈদের নামাজ পড়ার জন্য চাঁন মিয়া ছেলে আব্দুল্লাহকে নিয়ে বাড়ি থেকে বের হন। পথে তড়িঘড়ি করে ঢাকা-বগুড়া মহাসড়কের ডিভাইডার টপকে পাড় হয়ে বিপরীত পাশে ঈদগাহ মাঠে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। এ সময় একটি দ্রুত গতির পরিবহন  তাদের চাপা দেয় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়