শিরোনাম
◈ চিলমারীতে রাজনৈতিক অস্থিরতা, পুলিশি টহল জোরদার ◈ "টিকিট চাইতেই ক্ষুব্ধ বখাটেরা: আরডিএ পার্কে আনসার সদস্যকে বেধড়ক মারধর" ◈ টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে গিয়ে টাকা লুটের অভিযোগ, ৩ কর্মকর্তা বরখাস্ত ◈ কুমিল্লা মেডিকেল কলেজে ৭১টি শিক্ষক পদ শূন্য: শিক্ষার মান নিয়ে উদ্বেগ ◈ ফরিদপুরে গরু চুরির আতঙ্কে সালথা উপজেলা বাসী! ◈ চট্টগ্রামে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, পাহাড়ধসের শঙ্কা ◈ টিটিসি নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছেন অভিযুক্তরা ◈ সরিষাবাড়ীতে চরাঞ্চলে মিষ্টি আলুর বাম্পার ফলন : ভালো দাম পাওয়ায় খুশি কৃষক ◈ বন্ধ হচ্ছে শিল্প-কারখানা, স্থবির ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ  ◈ দেশের বর্তমান জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ

প্রকাশিত : ০৮ জুন, ২০২৫, ১২:৪০ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬০০ টাকা দরে কিনে ৭০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কোরবানির মাংস!

রাজশাহীতে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা কোরবানির মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে। শনিবার (৭ জুন) রাত ৮টার দিকে রাজশাহী রেলভবনের সামনের রাজশাহী-নওগাঁ মহাসড়ক ও দড়িখরবোনা রেলগেটে এভাবে কোরবানির মাংস বিক্রি করতে দেখা যায়।

সংগ্রহ করা মাংস কেনাবেচার জন্য ভ্যান গাড়িতে অস্থায়ীভাবে দোকান করেছেন ৩০ থেকে ৩৫ জন। তারা বিভিন্ন মানুষের থেকে এসব সংগ্রহ করা মাংসগুলো কিনে নিচ্ছেন। যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই এবং অন্যের বাড়ি থেকে মাংস হাত পেতে নিতে সংকোচবোধ করেন তারাই এখান থেকে এসব মাংস কিনেছেন।

মাংস ক্রেতা ব্যাটারি চালিত রিকসা চালক সুমন ইসলাম বলেন, এখানে প্রতিবছর সংগ্রহ করা কোরবানির মাংস বিক্রি করা হয়। গরুর মাংস বিক্রি করা হচেছ ৭০০ টাকা কেজি। তবে খাসির মাংস পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, এ মাংসগুলো মূলত যারা বিক্রি করেছেন তারা কোরবানির পশু কাটতে সহায়তা করে মাংস পেয়েছেন কিংবা যারা বিভিন্ন বাড়ি থেকে মাংস সংগ্রহ করেছেন।

সংগ্রহ করা মাংস বিক্রেতা রুহুল বলেন, সাড়ে ৫০০ সাড়ে ৬০০ টাকা দরে কিনেছি গরুর মাংস। বিক্রি করছি ৭০০ টাকা দরে। বিক্রি মোটামোটি ভালো হচ্ছে। তবে খাসির মাংস নেই আমাদের কাছে। যদিও খাসির মাংসের চাহিদা আছে। অনেকেই খুঁজেছি  কেনার জন্য। সূত্র: ঢাকাপোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়