শিরোনাম
◈ বন্ধ হচ্ছে শিল্প-কারখানা, স্থবির ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ  ◈ দেশের বর্তমান জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ ◈ সা‌কিব বল‌লেন আমার বেস্ট‌ফ্রেন্ড নেই,  তামিম ও মুশফিক ভালো বন্ধু ◈ সব চেয়ে দুর্ভাগ্যজনক উনি আমাদের দলের চেয়ারম্যান, একটা মাথা খারাপ লোক, অসুস্থ লোক, মেন্টালি সিক: কাজী ফিরোজ রশীদ ◈ এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন ২ শতাধিক আন্দোলনকারী ◈ হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ  ◈ ৭৪ দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারবেন চীনে, ভিসানীতিতে বড় ধরনের শিথিলতা ◈ পলাশে চাদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিস্কার ◈ ভারতীয় ক্রিকেটার দয়ালের বিরুদ্ধে ধর্ষণ মামলা ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি দল ঘোষণা কর‌লো পাকিস্তান, স্কোয়া‌ডে নেই শাদাব ও হা‌রিস রউফ

প্রকাশিত : ০৮ জুন, ২০২৫, ১২:৩৬ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত মো. ইলিয়াস হোসেন (৪২) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) সন্ধ্যার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মো. ইলিয়াস হোসেন উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামের মৃত মো. আবদুল ব্যাপারীর ছেলে ও ওই ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক।

সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি স্বজনদের বরাত দিয়ে বলেন, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মো. ইলিয়াস হোসেন তার খামারে যাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী মো. আবদুল জলিল মিয়ার বাড়ির কাছে পৌঁছালে তার ওপর একদল দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং রাতেই তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, হামলার পেছনে ঠিক কি কারণ আছে তা তার জানা নেই।

তবে পারিবারিক বিরোধের কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে। অপরদিকে নিহতের স্বজনদের দাবি, ইলিয়াস হোসেন আহত হওয়ার পর হামলাকারী হিসেবে কয়েকজন ব্যক্তির কথা বলেছেন। 
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হাকিম আজাদ রাত সাড়ে ১০টার দিকে বলেন, মারা যাওয়ার বিষয়টি শুনেছি। মরদেহ রংপুর থেকে নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

মামলা এখনো হয়নি। হামলার প্রকৃত কারণ জানা যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়