শিরোনাম
◈ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ ◈ গণমাধ্যমে অপরাধের হার বৃদ্ধির দাবি পুরোপুরি সত্য নয়—প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ আবু সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল ◈ শতাধিক ড্রোন নিয়ে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক মিয়ানমারে উলফার ক্যাম্পে, হামলার দাবি ভারতের অস্বীকার ◈ একই ঘরে মা ও দুই শিশুর লাশ, ঘুম ভাঙল নির্মম বাস্তবতায় ◈ ইংল‌্যান্ড ব্যাটারের স‌ঙ্গে চরম বেয়াদ‌বি করায় ভারতীয় পেসার সিরাজ‌কে শা‌স্তি দি‌লো আই‌সি‌সি ◈ লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাযা ◈ সকলের প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী সরকার ক্রমাগত পশ্চাদপসরণ হতে বাধ্য হয়েছিল : অধ্যাপক আলী রীয়াজ  ◈ বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেপ্তার, উচ্চশিক্ষার প্রলোভনে প্রতারণার অভিযোগ ◈ দু-একটি ইসলামী দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা অপপ্রচার করে সত্য লুকানোর চেষ্টা করছে : রিজভী

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ১১:৫৯ রাত
আপডেট : ১৮ জুন, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ হেফাজত থেকে পালালেন ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ ক্লোজড

বরিশালে পুলিশের হাত থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী এবং বরিশাল বিএনপি অফিস ভাংচুর মামলার আসামি খালেদ খান রবীন পালিয়ে যাওয়ার ঘটনায় চার পুলিশ সদস্যকে ক্লোল্ড করা হয়েছে।

আজ বুধবার রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতবছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বরিশাল বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি চর আইচা শাখা ছাত্রলীগের ক্যাডার বলে পরিচিত খালেদ খান রবীন আজ দুপুরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীকে দেখতে আসেন। এসময় তিনি জনতার হাতে ধরা পড়েন। তাকে মেডিকেল জরুরি বিভাগের সামনে গণধোলাই দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ হাসপাতালে এসে শুনতে পায় উন্নত চিকিৎসার জন্য রবীনকে ঢাকায় নিয়ে যাচ্ছে তার আত্মীয়রা। এসময় পুলিশ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে তাকে আর পায়নি।

জানা যায়, সে বরিশাল কোতয়ালী থানায় গত আগস্ট মাসে দায়ের করা মামলার নামধারি আসামী। এরপর তাকে ধরতে পুলিশের স্পেশাল টিম নামানো হয়।

এদিকে এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল কোতয়ালী মডেল থানাভুক্ত স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ির ইঞ্চার্জ, এস আই মো. রেজাউল ইসলাম, এ এস আই মাহবুব হোসেন, কন্সস্টেবল মো. জাহাঙ্গির ও কনস্টেবল হাবিবুর রহমানকে ক্লোজড করা হয়েছে। তাদের মহানগর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়