শিরোনাম
◈ ইরান জুড়ে 'ব্যাপক হামলা' চালাচ্ছে ইসরাইল ◈ লন্ডন বৈঠকে সংকট কি কাটলো? ◈ জাতীয় পতাকা পরিবর্তনের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন: প্রেস উইং ◈ কয়েক ঘণ্টার মধ্যেই পারমাণবিক অ*স্ত্র প্রকাশ্যে আনতে যাচ্ছে ইরান? (ভিডিও) ◈ এইচএসসি পরীক্ষা নিয়ে ১২ দফা নির্দেশনা জারি, পরীক্ষা হবে নির্ধারিত সময়েই ◈ আয়রন ডোম ভেদ করে তেল আবিবে ইরানের পাল্টা হামলা, ধ্বংস প্রতিরক্ষা সদর দপ্তর ◈ মধ্যপ্রাচ্য সংকটে পুতিন-ট্রাম্প টেলিফোনালাপ: ইরান ইস্যুতে নতুন কূটনৈতিক বার্তা: ক্রেমলিন ◈ জামায়াত-এনসিপির প্রতিক্রিয়ার জবাবে যা বললেন সালাহউদ্দিন আহমদ ◈ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ◈ ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলা: তেলের দাম একদিনে বিশ্ববাজারে বেড়েছে ৭ শতাংশ

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:২৯ রাত
আপডেট : ২৯ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতীবান্ধায় ট্রেনে কাটা পরে মধ্য বয়সী এক নারীর মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রেন লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে সাহিদা বেগম (৫০) নামে মানুষিক ভারসাম্যহীন এক মধ্য বয়সী নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার মধ্য গড্ডিমারী শস্য গুদাম এলাকায় ট্রেন লাইনে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাহিদা বেগম উপজেলার মধ্য গড্ডিমারী এলাকার মৃত ফজল হকের মেয়ে এবং প্রথম স্বামী রজব আলীর স্ত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, সাহিদা বেগম একজন স্বামী পরিত্যাক্তা ও মানুষিক ভারসাম্যহীন নারী ছিলেন। প্রথম স্বামী ডিভোর্স দেয়ার পর সে আবার একজনকে বিয়ে করে। আগের ঘরে তার একটা পুত্র সন্তানও আছে। বর্তমানে তার ছেলে ঢাকায় চাকুরী করার সুবাদে ঢাকায় থাকেন। মায়ের খোঁজ খবর নেন না। দ্বিতীয় বিয়ের কিছুদিন পর সাহিদার সেই স্বামীও তাকে ডিভোর্স দেয়। এই আঘাত সহ্য করতে না পেরে সে মানুষিক ভাবে অসুস্থ হয়ে মানুষিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় সাহিদা। ঘটনার দিন বিকেলে সে ট্রেন লাইনের পাশ দিয়ে হেটে সম্ভবত বাড়ির দিকে যাচ্ছিলেন। এই সময় বুড়িমারী থেকে লালমনিরহাট গামী কমিউটার ট্রেনটি লালমনিরহাটের দিকে যাচ্ছিল। ট্রেনটি তার কাছাকাছি এলে ঠিক সেই সময় সে ট্রেন লাইন পার হওয়ার চেষ্টা করে। ট্রেন লাইন পার হওয়ার সময় সাহিদা ট্রেনে কাটা পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবি জানান, স্থানীয়দের নিকট থেকে ট্রেনে কাটা পরে একজনের মৃত্যুর বিষয়টি শুনেছি। পরের জিআরপি থানায় খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে যান এবং আইনী ব্যবস্থা নেন।

লালমনিরহাট জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হাসান জানান, ঘটনার পর পরই থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ ময়না তদন্তের জন্য নিয়ে আসতে চাইলে এলাকাবাসী বাঁধা দেয়। পরে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সুপারিশে ইউডি মামলা দিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই নারী একজন মানুষিক ভারসাম্যহীন নারী ছিলেন বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়