শিরোনাম
◈ বিপিএলজয়ী ফরচুন বরিশালের শিরোপা উদযাপন পন্ড, আহত অর্ধশত (ভিডিও) ◈ বাংলাদেশ-ভারত কেউই কাউকে ছাড়া চলতে পারবে না: ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ◈ সৌদি আরব এবার হজযাত্রীদের যে নিষেধাজ্ঞা দিলো ◈ নির্বাচনের পূর্ণপ্রস্তুতি মে-জুনের মধ্যেই: বিএনপিকে ইসি (ভিডিও) ◈ সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ২০ জন (ভিডিও) ◈ অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেপ্তার ১ হাজার ৩০৮ ◈ প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির প্রতিনিধি দল ◈ অনার্স কোর্স হবে ৩ বছরের ◈ অভ্রর জন্য চার গুণীকেই সম্মানিত করার সিদ্ধান্ত: ফারুকী

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১০ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষয়ক্ষতির ২৫ লক্ষাধিক টাকা

বাঁশখালীর কাথ‌রিয়ায় অগ্নিকান্ডে ১১ বসতঘর পুঁড়ে ছাই

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধি : চট্টগ্রামের বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের পূর্ব কাথরিয়া ৬ নম্বর ওয়ার্ডের ডিগ্রি পাড়া এলাকায় বুধবার বিকা‌লে ভয়াবহ অগ্নিকান্ডে ১১ বসতঘর পুঁড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।

অগ্নিকান্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।অ‌গ্নিকা‌ন্ডের সময় বিদ্যুতের লাইন বন্ধ করার জন্য তাদের হেল্প লাইন নাম্বারে বার বার ফোন করেও পাওয়া যায় নি বলে অভিযোগ তুলেন স্থানীয় প্রতিবেশী মাওলানা ইসহাক হাকিম। জানা যায়,অগ্নিকান্ডের সময় বাড়ির সাথে লাগোয়া বিদ্যুতের খুঁটি থাকায় আগুনের ব্যাপকতা দ্রুত ছড়িয়ে পরে।  বিদ‌্যুৎ অ‌ফি‌সে বার বার ফোন ক‌রে না পে‌য়ে,পরেজরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয় বলে জানান স্থানীয়রা।

বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকা‌লে  উপজেলার কাথরিয়া ইউনিয়নের পূর্ব কাথরিয়া ৬ নম্বর ওয়ার্ডের ডিগ্রি পাড়া অছির বাপের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। লোকমানের বসতঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন ওই এলাকার- ছাবের আহমদের পুত্র মো. দিলাল, লোকমান, দেলোয়ার, কাসেম, মামুন, মৃত ফয়েজ আহমদের পুত্র আকবর, জব্বার, শেয়ার আলী এবং মৃত নুরুল ইসলামের পুত্র মো. মিয়া, রিদুয়ান, ইসমাইল।

কাথ‌রিয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের স‌চিব এম, হারুনুর র‌শিদ জানান, অ‌গ্নিকা‌ন্ডের প্রকৃত ক্ষয়ক্ষ‌তির তা‌লিকা তৈ‌রি ক‌রে উপ‌জেলা প্রশাসন‌কে জানা‌নো হ‌বে ব‌লে তি‌নি জানান । বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মিযানুর রহমান বলেন, 'অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি। তার আগেই সর্বস্ব পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়