তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভেকু ও ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মানুডোবা বিলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোশারফ হোসাইন। ভ্রাম্যমাণ আদালত অভিযানে উপস্হিতি টের পেয়ে ড্রাইভার ও শ্রমিকরা পালিয়ে যায়। এই সময় অভিযানে ছিলেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল হাসান।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো: মোশারফ হোসাইন বলেন, মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(ছ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত অপরাধের জন্য নিয়মিত মামলা দায়েরের জন্য সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :