শিরোনাম
◈ আজ মুসলমানদের সৌভাগ্যের রজনী, পবিত্র শবে বরাত ◈ ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধান উপদেষ্টা ◈ নির্বাচনের আগে সংবিধানের বেশ কিছু বিষয় অবশ্যই সংশোধন করা সম্ভব: আলী রীয়াজ ◈ নিয়োগ বাতিলের আবেদন করেছেন নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদ ◈ অন্তর্বর্তী সরকারের সময়েও মানবাধিকার লঙ্ঘন ঘটছে: জাতিসংঘ তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদন ◈ শিক্ষক-সাংবাদিকের ওপর হামলায় ১০ ছাত্রী শিক্ষার্থী বহিষ্কার ◈ রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামায়াত  ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের সহ অধিনায়ক মেহেদী মিরাজ ◈ পাকিস্তানের ৩ ক্রিকেটারকে শাস্তি দিলো আইসিসি ◈ রাত ১টায় দুবাইয়ে উড়াল দিবে বাংলাদেশ ক্রিকেট দল

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ০৮:৩৯ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পালানোর সময় ৪ মাসে  বেনাপোলে আ'লীগের  ৯ নেতা  গ্রেফতার

আইরিন হক, বেনাপোল(যশোর) প্রতিনিধি: ভারতে পালানোর সময় বেনাপোল রুট থেকে গত ৪ মাসে জুলাই–আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে  গণহত্যাসহ ক্ষমতার অপব্যবহারকারী বিভিন্ন মামলার ৯  আসামীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ও বিজিবি। এরা সবাই আ,লীগের নেতা,কর্মী। 
এদিকে   নতুন করে  গত সপ্তাহে  আরো ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। এছাড়া সাবেক ওসি শাহ আলমকে আটকাতে দেশ ব্যাপী রেড অ্যালার্ড  জারী করা হয়েছে।  এতে সীমান্তে বিজিবি,পুলিশ ও সরকারের গোয়েন্দা সংস্থ্যাগুলো নজরদারি আরো বাড়িয়েছে।

সীমান্ত সংশিষ্ট সুত্রে জানা যায়, জুলাই-আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনকে  রুখে দিতে তৎকালিন আ,লীগ সরকারের নির্দেশে গণহত্যা চালায় আইন শৃঙ্খলা বাহিনী।   ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটির তথ্য মতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে প্রান হারায় নিরস্ত্র  আবু সাঈদ,মুগ্ধসহ দেড়  হাজারের বেশি।  আহত ৩১ হাজারের বেশি। এক পর্যায়ে প্রকট আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে রাজনৈতিক আশ্রয়ে চলে যায় সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

পরবর্তীতে অন্তবর্তীকালিন সরকার দায়িত্ব গ্রহনের পর গণহত্যা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কয়েক হাজার আ,লীগের মন্ত্রী,এমপি,নেতা  কর্মী ও  আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাকে আসামী করে মামলা হয়। এতে গ্রেফতার এড়াতে গা ঢাকা দেয় আসামীরা। তবে বিভিন্ন জনকে ম্যানেজ করে কৌশলে দেশের বিভিন্ন সীমান্ত পথে ইতিমধ্যে অনেকে পালিয়েছে ভারতে। এদের মধ্যে  ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ তালিকায় কয়েনজন মন্ত্রি, এমপিরা রয়েছেন। 

এদিকে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় আসামীরা বেনাপোল রুটে পালানোর বেশি চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। তবে এ সীমান্তের বর্ডার গার্ড বিজিবি ও পুলিশের  সতর্কতায় গত ৪ মাসে গ্রেফতার হয়েছে ৯ জন অপরাধী।

যশোরের শার্শা উপজেলা যুবদলের আহবাহক মোস্তাফিজ্জোহা সেলিম জানান,  নিরাপত্তা জোরদারের পরেও দেশের বিভিন্ন রুটে অনেকেই ইতিমধ্যে ভারতে পালিয়েছে। সেখানে বসে তারা ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করে তুলছে।  মিথ্যা তথ্য ছড়িয়ে দুই দেশের সৌহাদ্য সম্পর্ক্য নষ্টের চেষ্টা করছে। এসব প্রতিহত করতে সবাইকে আরো সজাগ থাকার আহবান এ যুব নেতার।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইসতিয়াজ মোহাম্মদ আহসান কাদের ভূইয়া জানান, কালো তালিকার কোন আসামীরা যাতে পালাতে না ইমিগ্রেশন পুলিশ সতর্ক থেকে কাজ করছে। এরুটে পালানোর সুযোগ নেই। 

ভারতে পালানোর চেষ্টাকালে  বেনাপোল রুটে সাম্প্রতি গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামি রুস্তম খন্দকার,যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিত পান্ডে, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, সাতক্ষীরার কলারোয়া পৌর কাউন্সিলর ও ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আলফাজ উদ্দিন,ভোলার বোরহানউদ্দিন পৌর কাউন্সিলর ও  ওয়ার্ড যুবলীগের সভাপতি তাজউদ্দীন। এছাড়া তথ্য গোঁপন করে ভারতে যাওয়ার সময় আটক হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সৈনিক শাওন ঘোষ আটকে বিজিবি কর্মকর্তাদের হাতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়