শিরোনাম
◈ ‘জাতির পিতা’ বিধান বিলুপ্তির সুপারিশ: সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন ◈ রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের ◈ বেনজীরের বিতর্কিত বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ (ভিডিও) ◈ হঠাৎ ট্রাম্পকে যে কারণে ‘টোপ’ দিলেন জেলেনস্কি ◈ ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু, মোজাম্মেল হকের বাড়িতে র‌্যাব ◈ আপিল ট্রাইব্যুনালে জয়ী পুলিশ সদস্যদের চাকুরীতে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা পড়লেন বৈষম্যবিরোধীর নেতাকর্মীরা ◈ সেদিন গাজীপুরে কি ঘটেছিল? আহতদের মুখে ঘটনার বর্ণনা ◈ টিউলিপের নামে গাজীপুরে বাংলো, যা বলছে লেবার পার্টি ◈ ফরিদপুরের সালথায় চার কৃষকের ১০ ঘরে আগুন, সব পুড়ে ছাই

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫, ১০:১৮ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌপথে চাঁদাবাজীর প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদ সভা

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার সদর,জামালগঞ্জ,বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার বিভিন্ন নৌপথে বালি পাথর বহনকারী নৌযান হতে বিভিন্ন রেটে বেপরোয়া চাঁদা আদায়ের প্রতিবাদে বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন (রেজি: নং বি-২১১২) এর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর বাজারে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বেপারী। জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান হাওলাদার,সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন,শ্রমিক ইউনিয়নের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,ছাতক উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান ও বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি নুর আহমদসহ জেলার বিভিন্ন শ্রমিক ইউনিটের নেতৃবৃন্দ। 

সভায় বক্তারা বলেন,গত ৮ জানুয়ারি বুধবার বেলা ১টায় তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের ফাজিলপুর রয়েলিটি ঘাটের উত্তরে নদীর পাড়ে এবং ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টায় জামালগঞ্জ উপজেলার দূর্লভপুরস্থ রক্তি নদীতে এলাকার চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসীরা নৌযান শ্রমিক যথাক্রমে জাকির হোসেন ও মোঃ আশিক নূরের উপর শারীরিক হামলা চালিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা লূটতরাজ করার ঘটনায় দুই থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু জামালগঞ্জ ও তাহিরপুর থানার ওসি সাহেবরা দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ গ্রহন করেননি।

বক্তারা জামালগঞ্জ উপজেলার চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী দূর্লভপুর গ্রামের মৃত রজব আলীর পুত্র ওয়াহিদ আলী আফিন্দি,ইয়াকবীর আফিন্দি,মৃত ছমির উদ্দিনের পুত্র জয়নাল আবেদীন কাচা মিয়া,তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র রাখাব উদ্দিন,আব্দুল খালেকের পুত্র মনির হোসেন,বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের তোতা মিয়ার পুত্র ডালিম ও তামিমসহ তাদের সন্ত্রাসী চাঁদাবাজ বাহিনীকে অবিলম্বে গ্রেফতার করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়