শিরোনাম
◈ স্বামীর দীর্ঘ ১৭ বছর পর মুক্তিতে যা বললেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ◈ চোখ বেঁধে ঢাকা থেকে চট্টগ্রামে, মদ্যপ অবস্থায় জিজ্ঞাসাবাদ চলে লাথি চড় থাপ্পড় ◈ নির্বাচন কমিশনের অধীনে থাকছে জাতীয় পরিচয়পত্র সেবা: সিইসি ◈ ভারত-পাকিস্তান বাগযুদ্ধ! ◈ দ্রুত বাংলাদেশে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র-ভারত: দিল্লির বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ◈ ৫০ জনের মৃত্যুর শঙ্কা স্পেন যাওয়ার পথে, ৪৪ জনই এশিয়ার ◈ সাইফ আলী খানের ওপর হামলার চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ ৯৯ শতাংশ শেষ থার্ড টার্মিনালের কাজ, নভেম্বরে উদ্বোধন ◈ খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন, তারেক রহমানের দুই বাধা ◈ ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি আছে কিনা, যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ১০:৫৭ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

ডেস্ক রিপোর্ট : হত্যা ও ধর্ষণ মামলাকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ৮ নম্বর ধলহরাচন্দ্র ইউনিয়নের কাশীনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন, ওমর মন্ডল, রোজিনা খাতুন, সাদ্দাম মন্ডল, তুহিন খান, মসলেম খান, হুসাইন, আসলাম খান, নিজাম খান, সেলিম খান, তাইজাল খান, কুলসুম বেগম। অন্যান্য আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের সবাই আওয়ামী লীগের কর্মী-সমর্থক বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ধলহরাচন্দ্র ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা দুভাগে বিভক্ত। একটি পক্ষ সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারের সমর্থক, আরেকটি পক্ষ শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলহারাচন্দ্র ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থক। গত বছরের জুলাই মাসে নায়েব আলী সমর্থক সাইফুল ইসলামের ছেলে রানাকে (১৭) কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে মতিয়ার রহমান পক্ষের ইউপি সদস্য আকমাল হোসেন ও বাবলু খানের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় ৩৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন সাইফুল ইসলাম।

অপরদিকে কাশীনাথপুর গ্রামে গত ১৫ দিন আগে একটি ধর্ষণ মামলায় আসামি হন ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান মতিন খানের ছেলে সাব্বির খানসহ (১৭) দুজন। আওয়ামী লীগ কর্মী সাইফুল ইসলাম জানান, তিনি ও তার সমর্থকরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের প্রতিপক্ষ। গত জুলাই মাসে কলেজ থেকে ফেরার পথে তার একমাত্র ছেলে রানাকে কুপিয়ে হত্যা করে কাশীনাথপুর গ্রামের মতিয়ার সমর্থকরা। এ ঘটনায় তিনি ৩৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। কিন্ত অধিকাংশ আসামিরা বর্তমানে জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছেন।

তিনি জানান, আজ শনিবার সকালে তিনি গ্রামেই ভগ্নিপতির বাড়ি থেকে আসার পথে হত্যা মামলার আসামি বাবলু খান, সেলিম খান, মনিরুল ইসলাম, সুজাত খান, নিজাম খানসহ আরও অনেকে তার ওপর হামলা চালান। তখন সংঘর্ষের ঘটনা ঘটে।

হত্যা মামলা তুলে নিতে হুমকি ও হামলার কথা অস্বীকার করে বাবলু খান বলেন, তার প্রতিপক্ষ সাইফুল ইসলামের সমর্থক মতিন খানের ছেলে সাব্বির খানসহ দুই যুবকের নামে ধর্ষণ মামলা করেছে। এ মামলা তুলে নিতে সাইফুল ইসলামের সমর্থকরা ধর্ষণ মামলার বাদী আওয়ামী লীগ কর্মী লিটন খানের পরিবারের ওপর হামলা চালান। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন,কাশীনাথপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে বেশ কয়েক ব্যক্তি আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সুত্র : দৈনিক আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়