শিরোনাম
◈ চার দিনের সফরে সুইজারল্যান্ডে আজ রাতে যাবেন প্রধান উপদেষ্টা ◈ আটকে রাখা তিন কার্গো, বাণিজ্যে ‘ভাগ’ চায় আরাকান আর্মি! ◈ আগস্ট মাসে নির্বাচন চান রাজনীতিবিদরা, কিন্তু কতটা যৌক্তিক ◈ শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ◈ সন্তানদের সুস্থ ভবিষ্যতের জন্যই পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ◈ ১৮ দিনে এলো ১৪৭২৩ কোটি টাকা, ৯টি ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স ◈ বিস্ফোরণে দগ্ধ  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন  ◈ ফল প্রকাশ মেডিকেল ভর্তি পরীক্ষার  ◈ শেখ হাসিনা সাংবাদিকদের নামে মামলা করতে ব্রিটিশ ব্যারিস্টারের পরামর্শ চান ◈ জাতিসংঘ প্রতিনিধিদলের সমর্থন জুলাই-আগস্টে হওয়া অপরাধের বিচারে 

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় রাতের আধারে এক কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার (১০ জানুয়ারী) সকালে মাছ নিধনের বিষয়ে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক মোশাররফ মাতুব্বর। মোশাররফ এর বাড়ি পার্শবর্তী সাধুপাড়া গ্রামে।

এর আগে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা নমুপাড়া গ্রামের একটি পুকুরে (০৯ জানুয়ারী) বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে পুকুরে বিষ প্রয়োগ করা হয়। মোশাররফের বাড়ি পার্শবর্তী সাধুপাড়া গ্রামে।

ভুক্তভোগী কৃষক মোশাররফ মাতুব্বর বলেন, বৃহস্পতিবার রাতে নমুপাড়ার কয়েকজন যুবককে আমার পুকুরের আশেপাশে ঘুরাঘুরি করতে দেখা গেছে। হয়তো তারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ মেরে ফেলেছে। আমি গরীব মানুষ আমার প্রায় ৩০ হাজার টাকার মাছ মরে গেছে। যারা আমার মাছের ক্ষতি করেছে প্রশাসনের কাছে আমি তাদের শাস্তির দাবি জানাই। 

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, 'এ বিষয়ে মোশাররফ মাতুব্বরের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়