শিরোনাম
◈ মাঝরাতে ‘ছিলাম, আছি এবং থাকব’ লিখে ঢাবি শিবির সভাপতির স্ট্যাটাস ◈ আগামী সপ্তাহে রদবদলের আভাস উপদেষ্টা পরিষদে  ◈ নিজেদের ক্ষমতা বাড়াতে চান জেলা প্রশাসকরা ◈ ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত: শুভেন্দু অধিকারী  ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে পদ পাওয়ার যোগ্যতা জানালেন উপদেষ্টা ◈ বিএনপির কাউন্সিল: ভোটারের চেয়ে ভোট বেশি পড়ায় ফল স্থগিত ◈ উৎকণ্ঠায় দিন পার করছেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিরা  ◈ হাসিনা তার দলীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে টিসুর মতো ব্যবহার করেছেন: সারজিস আলম (ভিডিও) ◈ নাহিদ ইসলাম ও আখতার হোসেনের নেতৃত্বেই ছাত্রদের নতুন দল ◈ লিবিয়ার বেনগাজি বন্দিশালা থেকে ৬৬ লাখ টাকা দিয়ে মুক্ত দুই বাংলাদেশি, ৫ স্ত্রীকে নিয়ে পালিয়েছে মানবপাচারকারী

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:২৩ বিকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালরে কালীপু‌রে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রা‌মের বাঁশখালীর কালীপু‌রের ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে বৈশাখী খাতুন (২৫) নামে এক সন্তানের জননী আত্মহত্যা করেছে ব‌লে অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। শুক্রবার সকা‌লে উপজেলার কালীপুর ইউনিয়নের ভাসানীর দোকান নেজামের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত বৈশাখী খাতুন দিনাজপুর জেলার পার্বতীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় ওষুধ কোম্পানির ইনসেপ্টায় বাঁশখালীতে কর্মরত এম আর মোশাররফ হোসেনের স্ত্রী। বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম খবর পে‌য়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহত বৈশাখী খাতুনের নানা আলাসত উদ্ধার করে।প‌রে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ব‌লে থানা সু‌ত্রে জানা যায় ।স্থানীয় সু‌ত্রে জানা যায়,
বিগত কয়বছর আগে বৈশাখী খাতু‌নের সা‌থে মোশাররফ হোসেনের সা‌থে পারিবারিকভাবে বিয়ে হয়।বাঁশখালীতে দায়িত্ব পালন করার সুবাদে ওষুধ কোম্পানির ইনসেপ্টার এম আরর মোশারফ হো‌সেন কালীপুরে গুনাগরীতে নেজাম উ‌দ্দি‌নের ভাড়া বাসায় স্বামী-স্ত্রী একসাথে বসবাস করতেন।

এ‌দি‌কে মোশাররফ হোসেন তার কর্মরত প্রতিষ্ঠান ইনসেপ্টার মাসিক মিটিংয়ে চট্টগ্রামে গেলে স্ত্রী বৈশাখী খাতুন গলায় ফাঁস ব‌লে অন‌্যান‌্য ভাড়াটিয়ারা জানান । তারা আ‌রো ব‌লেন, সকালে দরজার বাইরে তিন বছরের ছেলেটি কান্নাকাটি করতে দেখে  পা‌শের লোকজন তা‌কে ডাকাডাকি  ক‌রে ,দরজার সামনে গিয়ে দরজায় ধাক্কা দিলে দরজা খোলা বাসার সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস খাওয়া অবস্থায় সে ঝুলন্ত অবস্থায় দেখ‌তে পে‌য়ে  আশপাশের লোকজন এসে জড়ো হয় থানা পু‌লিশ‌কে খবর দেয় । প্রথ‌মে থানা পু‌লি‌শের রামদাশ হাট পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের পু‌লিশ দল ঘটনাস্থ‌লে আ‌সে প‌রে বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম খবর পে‌য়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহত বৈশাখী খাতুনের নানা আলাসত উদ্ধার করে।প‌রে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন ক‌রে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়