শিরোনাম
◈ নির্বাচন কমিশনের অধীনে থাকছে জাতীয় পরিচয়পত্র সেবা: সিইসি ◈ ভারত-পাকিস্তান বাগযুদ্ধ! ◈ দ্রুত বাংলাদেশে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র-ভারত: দিল্লির বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ◈ ৫০ জনের মৃত্যুর শঙ্কা স্পেন যাওয়ার পথে, ৪৪ জনই এশিয়ার ◈ সাইফ আলী খানের ওপর হামলার চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ ৯৯ শতাংশ শেষ থার্ড টার্মিনালের কাজ, নভেম্বরে উদ্বোধন ◈ খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন, তারেক রহমানের দুই বাধা ◈ ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি আছে কিনা, যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা, যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ◈ সবার সঙ্গে আলোচনা করে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রস্তুত করতে বলেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:১৫ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাভার্ডভ্যান ও যাত্রীবাহীবাস বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে প্রায় ১৫ কি.মি.দীর্ঘ যানজট

মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে দাউদকান্দি-মেঘনা-গোমতী সেতু থেকে শুরু করে উপজেলার ধীতপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।বিপাকে পড়েন বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রের পরীক্ষার্থীরা।অনেকে হেঁটে-দৌড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছার চেষ্টা করেন।

শুক্রবার ভোর ৪টা থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই যানজট সৃষ্টি হয়।উপজেলার কানড়া এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে করে মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।অপরদিকে উপজেলার বানিয়াপাড়া নামকস্থানে গ্রীন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই)মো.ফয়সাল বিষয়টি নিশ্চিত করে বলেন,রেকার এনে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও বিকল হওয়া যানবাহন অন্যত্র সরিয়ে দুপুরের আগেই যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।     

দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৪ টার দিকে পণ্যবাহী কাভার্ডভ্যান উপজেলার কানড়া এলাকায় পৌঁছানোর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। অপরদিকে উপজেলার বানিয়াপাড়া নামকস্থানে গ্রীন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গিয়ার ফেঁসে বিকল হয়ে যায়।এরপর ঢাকাগামী যনবাহনের চালকরা উল্টো পথে চট্টগ্রাম লেনে ঢাকায় যাওয়ার চেষ্টা করেন। এতে করে মহসড়কের উভয় লেনে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।    

শুক্রবার(১০ জানুয়ারি)সকাল ৮টার দিকে দাউদকান্দির হাইওয়ে থানা পুলিশ রেকার এনে মহাসড়কে উল্টে যাওয়া কাভার্ডভ্যান ও বিকল হওয়া যাত্রীবাহী বাসটি অন্যত্র সরিয়ে নেয়।পরে যানবাহন চলাচল শুরু হয়।এদিকে যানজটে আটকা পড়ে যানবাহনের যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন।বিশেষ করে বিপাকে পড়েন বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রের পরীক্ষার্থীরা।অনেকে হেঁটেÑদৌড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছার চেষ্টা করেন।মহাসড়কে বেলা ১১টা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট অব্যাহত ছিল।

কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিশা প্লাস পরিবহনের যাত্রী মামুন ইসলাম বলেন, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড থেকে ঢাকার উদ্দেশে রওনা হই।দুই ঘন্টায় ঢাকা পৌঁছানোর কথা ছিল।সকাল ৯টায় মহাসড়কের আমিরাবাদে ঘনকুয়াশা ও সড়ক দুর্ঘটনার কারণে যানজটে সাড়ে তিন ঘন্টা আটকে আছেন।

নোয়াখালী গামী স্টার লাইন পরিবহনের যাত্রী তপন দেবনাথ বলেন, সকাল ৭টায় দাউদকান্দি-মেঘনা-গোমতী সেতু এলাকায় যানজটে আটকে ছিলেন। তিনি বলেন, ‘জরুরী কাজ থাকায় নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত তার সাড়ে ৩ ঘণ্টা সময় লেগেছে।’ 

ঢাকা থেকে চট্টগ্রামগামী কাভার্ডভ্যানের চালক বাবুল মিয়া আজ সকাল সাড়ে ৮টায় মহাসড়কের দাউদকান্দির শহীদনগরে যানজটে আটকে ছিলেন।তিনি জানান, মহাসড়কের  দাউদকান্দি টোল প্লাজা থেকে শহীদনগর পর্যন্ত ৫ কিলোমিটার অতিক্রম করতে তার ৩ ঘণ্টার বেশি সময় লেগেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আবু ওবায়েদ বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক করতে দাউদকান্দি মডেল থানা পুলিশ ও  হাইওয়ে থানা পুলিশ যৌথভাবে কাজ শুরু করে। দুপুরের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়