তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি, শেরপুরঃ শেরপুরের বীরমুক্তি যোদ্ধা দেবেন্দ্র চন্দ্র রায় কে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম (গার্ড অব অনার) প্রদান । মুক্তিযোদ্ধা দেবেন্দ্র চন্দ্র রায় ৯ জানুয়ারী বৃহস্প্রতিবার রাত সারে ৭টায় বার্ধক্যজনিত কারণে শেরপুর পুরাতন গরুহাটিস্থ বাড়িতে মৃত্যু হয় । মৃত্যুকালে তার বয়স হয়েছিল অনুমান ৭৫ বছর। ১০ জানুয়ারী সকাল ১১টায় শেরপুর শেরী শ্বশানে মহদেহ কে পুলিশের একটি দল রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম (গার্ড অব অনার) প্রদান করেন ।
এসময় উপস্থিত ছিলেন গাজী আশিক বাহার (সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ) আবু সালেহ মোঃ নূরল ইসলাম সাবেক ,শেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা এডঃ মোখলেছুর রহমান সাবেক শেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওবীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন প্রমুখ ।
বীর মুক্তিযোদ্ধা দেবেন্দ্র চন্দ্র রায তার গ্রামের বাড়ী শ্রীবর্দীর কেদার কান্দা গ্রামে । মৃত্যুকালে চার মেয়ে দুই ছেলে রেখে যান ।
আপনার মতামত লিখুন :