শিরোনাম
◈ নির্বাচন কমিশনের অধীনে থাকছে জাতীয় পরিচয়পত্র সেবা: সিইসি ◈ ভারত-পাকিস্তান বাগযুদ্ধ! ◈ দ্রুত বাংলাদেশে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র-ভারত: দিল্লির বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ◈ ৫০ জনের মৃত্যুর শঙ্কা স্পেন যাওয়ার পথে, ৪৪ জনই এশিয়ার ◈ সাইফ আলী খানের ওপর হামলার চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ ৯৯ শতাংশ শেষ থার্ড টার্মিনালের কাজ, নভেম্বরে উদ্বোধন ◈ খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন, তারেক রহমানের দুই বাধা ◈ ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি আছে কিনা, যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা, যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ◈ সবার সঙ্গে আলোচনা করে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রস্তুত করতে বলেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতকে দিনে দুপুরে কৃষকের খিরা গাছ কেটে দিল প্রতিপক্ষ, লক্ষাধিক টাকার ক্ষতি

নুর উদ্দিন, ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে প্রকাশ্যে দিনে দুপুরে কৃষকের খিরা ক্ষেতের সম্পূর্ণ খিরা গাছ উপরে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হলদিউরা গ্রামের উত্তর পাশ দিয়ে প্রবাহিত ঘানুউড়া নদীর পাড়ে। প্রতিকার চেয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

জানা যায়, উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হলদিউরা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে, ছাতক প্রেসক্লাব সদস্য মো. নুর উদ্দিন একই গ্রামের মনফর আলীর কাছ থেকে বর্গা হিসেবে প্রায় ৩৫ শতক জমিতে খিরা চাষাবাদ করেছেন। এর আগেও তিনি দুই বছর এ জমিতে খিরা চাষাবাদ করেছিলেন। মূলত তিনি খিরা, ধান, শাক সবজি চাষাবাদ করে পরিবারে জীবন জীবিকা পরিচালনা করে থাকেন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় চৌকা গ্রামের তেরা মিয়া ওরফে বাটারের নেতৃত্বে প্রকাশ্যে জমিতে এসে ফসলকৃত খিরার চারা উপরে পেলেন। 

সরজমিন ঘটনা স্থলে গিয়ে স্থানীয় একাধিক কৃষকসহ ক্ষতিগ্রস্ত নুর উদ্দিন জানান, মূলত এই জায়গাগুলো চৌকার তেরা মিয়াসহ তার সকল ভাই বোনদের। কয়েক বছর ধরে ৩০ হাজার টাকার বিনিময়ে জমি বন্ধক আনেন হলদিউরা গ্রামের মনফর আলী। তিনি ওই মনফর আলীর কাছ থেকে বর্গা হিসেবে পর পর তিন বছর ধরে এই জমিতে ধান ও খিরা চাষাবাদ করে আসছেন। জমি প্রস্তুতসহ খিরা চাষাবাদে তার প্রায় ২০ হাজার টাকা ব্যায় হয়েছে। এক মাস পর গাছে খিরা ধরতো এবং বাজারে বিক্রি করে প্রায় লাখ টাকার অধিক আয় করতেন। কিন্তু এই স্বপ্ন তার নিমিষেই বিনষ্ট করেছেন তেরা মিয়াসহ তার সহযোগিরা। তিনি আরও বলেন ঘটনাস্থল থেকে প্রায় দুইশ গজ দূরে থানা পুলিশের এএসআই ত্বোহা বিষয়টি দেখেও রহস্যজনক কারণে তিনি কোন বাঁধা দেন নি। বরং তেরা মিয়াকে তিনি এই ক্ষতি করতে সহযোগিতা করেছেন।

তেরা মিয়া কর্তৃক কৃষক নুর উদ্দিনের চাষকৃত খিরা খেতের সম্পূর্ণ খিরা গাছ উপরে ফেলার বিষয়টি নিশ্চিত করে তেরা মিয়ার ভাই চাঁন মিয়া ও অমৃত মিয়া বলেন, খিরা গাছ উপরে ফেলা মারাত্মক অন্যায় কাজ হয়েছে। ভাই হলেও অন্যায় কাজ করায় নিন্দা জানাই।

নুর উদ্দিন বলেন, তেরা মিয়া ও তার ছেলেরা উগ্র মেজাজি ও দাঙ্গাবাজ। উগ্র মেজাজের কারণে ৬ ভাইয়ের সম্পূর্ণ পরিবারটিকে পথে বসিয়ে কয়েক বছর ধরে এলাকা ছাড়া। 

এএসআই ত্বোহা বলেন, তেরা মিয়া কর্তৃক খিরা গাছ উপরে ফেলার ঘটনাটি জেনেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়