শিরোনাম
◈ মাঝরাতে ‘ছিলাম, আছি এবং থাকব’ লিখে ঢাবি শিবির সভাপতির স্ট্যাটাস ◈ আগামী সপ্তাহে রদবদলের আভাস উপদেষ্টা পরিষদে  ◈ নিজেদের ক্ষমতা বাড়াতে চান জেলা প্রশাসকরা ◈ ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত: শুভেন্দু অধিকারী  ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে পদ পাওয়ার যোগ্যতা জানালেন উপদেষ্টা ◈ বিএনপির কাউন্সিল: ভোটারের চেয়ে ভোট বেশি পড়ায় ফল স্থগিত ◈ উৎকণ্ঠায় দিন পার করছেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিরা  ◈ হাসিনা তার দলীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে টিসুর মতো ব্যবহার করেছেন: সারজিস আলম (ভিডিও) ◈ নাহিদ ইসলাম ও আখতার হোসেনের নেতৃত্বেই ছাত্রদের নতুন দল ◈ লিবিয়ার বেনগাজি বন্দিশালা থেকে ৬৬ লাখ টাকা দিয়ে মুক্ত দুই বাংলাদেশি, ৫ স্ত্রীকে নিয়ে পালিয়েছে মানবপাচারকারী

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ১১:৩৭ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা দুর্বৃত্তদের

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে শফিকুল ইসলাম নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরের উকিলপাড়া এলাকার পান মহলের গলিতে তাকে কোপানো হয়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া বলেন, ‘ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আসামিদের ধরতে চারদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

পুলিশের এসআই শফিকুল উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার উদ্দ্যেশে বাসা থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে ওই এলাকার বেশ কয়েকজন লোক তাকে লক্ষ্য করে অস্ত্র দিয়ে কোপাতে থাকে। পরবর্তীতে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা আক্তার সুমি বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে ডান পায়ের গোড়ালির নীচ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।’ উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়