শিরোনাম
◈ সাংবাদিকতার কার্ড ঝুলিয়ে গাঁজা বিক্রি করতেন তারা, অতঃপর ১৫ কেজি গাঁজাসহ আটক ◈ সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ◈ অতি বিপ্লবী হয়ে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না: মির্জা ফখরুল (ভিডিও) ◈ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, নারীসহ আহত ৭ ◈ শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড অ্যালার্ট জারি’ (ভিডিও) ◈ তার খালার আমলে মানুষ গুম করা হয়েছিল, এরপরও টিউলিপকে কেন মন্ত্রী করলেন স্টারমার: বিবিসির প্রতিবেদন ◈ সাইবার সিকিউরিটি আইনের সব মামলা প্রত্যাহার করা হবে: আসিফ নজরুল ◈ আবারও সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা, বিজিবির বাধা ◈ চার অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২০ কর্মকর্তাকে বদলি ◈ তিন ম্যাচের একটিতে হারলেই স্বপ্ন ভাঙতে পারে শাকিবের ঢাকার, অন্য দলের সামনে কী সমীকরণ জেনে নিন

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩৭ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে অতিরিক্ত দামে সার বিক্রি,  ভ্রাম্যমাণ আদালতের শোয়া লক্ষ টাকা জরিমানা

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি : নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মুল্যে সার বিক্রির অভিযোগে নীলফামারীর  ডোমারে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই সার ব্যবসায়ীকে একলক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সার ডিলার রব্বুকে একলক্ষ টাকা ও বেলাল হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার( ৮ ডিসেম্বর ) বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও  উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উক্ত আদেশ প্রদান করেন। এসময় উপজেলা কৃষি অফিসার রফিকুল আলম ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গত তিন সপ্তাহ থেকে উপজেলার বিভিন্ন সারের দোকানে অতিরিক্ত মুল্যে বিক্রি হচ্ছে সার ও বীজ। টাকা দিয়েও কৃষকরা পাচ্ছেনা প্রয়োজনীয় সার। অপরদিকে প্রতিদিনেই বাড়ছে ভুট্টা বীজের দাম। চাষের এই ভরা মৌসুমে সার ও বীজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। অতিরিক্ত দামে সারও বীজ বিক্রির খবর পেয়ে রবিবার বিকালে অভিযানে নামে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের অভিযানের খবরে মুহুর্ত্তেই বন্ধ হয়ে যায় শহরের প্রায় সকল সার ও বীজের দোকান। দোকানে গিয়ে দোকান বন্ধ পেয়ে উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল আলম ফোনে দোকানের মালিককে দোকানে আসতে বললেও তারা দোকানে আসেনি। 

এদিকে ভ্রাম্যমান অভিযানের খবর পেয়ে কৃষকরা ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ নাজমুল আলমের কাছে গিয়ে সারের দোকানদারদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে শহরের সারের ডিলার রব্বুর লাইসেন্স বাতিলের দাবী করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কৃষকদের আশ্বস্ত করে বলেন। এই মাত্র তাকে এক লক্ষটাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে অভিযোগ পেলে তার লাইসেন্স বাতিল করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়