তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: র্যাব-৯ এর পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সদর ও বিজয়নগর এলাকা থেকে ৪৭০ বোতল ফেনসিডিলসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।(৩০ নভেম্বর) শনিবার সন্ধ্যায় পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র্যাব।
বিজ্ঞপ্তিতে আরোও জানায়, গত কাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীর একটি আভিযানিক দল জেলার বিজয়নগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪৮ ফেনসিডিলসহ ১ জন ব্যক্তিকে গ্রেফতার করে। সে উপজেলার সিঙ্গারবিল ইউপির মাইজহাটি গ্রামের কামাল মিয়ার ছেলে জাকির হোসেন (২৬)।
পৃথক আরেক অভিযানে সদর এলাকা হতে ৩২২ ফেনসিডিলসহ ৪ জন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত হলেন, মোঃ জিলোয়ার হোসেন তরফদার প্রকাশ দেলোয়ার (৪০), মোঃ হাবিবুর রহমান (২০), মোঃ শামিম আহম্মদ (৩১) ও পলাশ দাস (৩৫)। গ্রেফতারকৃত বিরুদ্ধে জব্দকৃত ফেনসিডিলসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :