শিরোনাম
◈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে: তারেক রহমান ◈ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিল আরএসএস ◈ জি এম কাদেরের বক্তব্যের কড়া জবাব দিলেন রিজভী (ভিডিও) ◈ প্রধান বিচারপতি বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে, ন্যায়বিচার যাতে বিলম্বিত না হয় ◈ তুলসী গ্যাবার্ড চিন্ময়ের গ্রেপ্তার নিয়ে কোনো মন্তব্য করেননি: ফ্যাক্টওয়াচ ◈ চীন থেকে ১৯ গোল হজম করে নারী এশিয়া কাপ হকি শুরু করলো বাংলাদেশ ◈ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখার মিশনে বাংলাদেশ ◈ হিন্দুরা বদলে গেছে: ভারতের ঘুমন্ত রাজ্যটি যেভাবে মুসলিমবিরোধী হয়ে উঠল ◈ নরেন্দ্র মোদিকে বোমা মেরে হত্যার হুমকি ◈ এক ম্যাচ আগেই আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ০৫:১৪ বিকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপকূলে দুর্যোগের আগাম গণসচেতনতামূলক গাম্ভীরা ও নাটক প্রদর্শনী

জাকারিয়া জাহিদ,কুয়াকাটা কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় একশন প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা জাগোনারী বিভিন্ন এলাকায় গাম্ভীরা ও নাটক প্রদর্শনীর আয়োজন করেছে। শনিবার  (৩০ নভেম্বর) সকাল ১০ টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়   স্কুল মাঠে ও বিকাল ৩টায় মিশ্রিপাড়া ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুর্যোগে করণীয় সচেতনতামূলক পরামর্শবার্তা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও স্থানীয়  মানুষের মাঝে পৌছানো ও গণসচেতনতা প্রদর্শনী হয়েছে । 

জানা গেছে, জার্মান ফেডারেশন ফরেন অফিসের অর্থায়নে সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশ  এর সার্বিক সহায়তা ও রাইমসের কারিগরি সহায়তায়  প্রকল্প এলাকার বিভিন্ন হাট-বাজার, খেলার মাঠ ও জনগুরুত্বপূর্ণ স্থানে চলে এসব প্রদর্শনী।

উপজেলার মহিপুরে সকাল ১০টায় প্রকল্পের ব্যবস্থাপক জনাব কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান প্রিন্সের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মহিপুর কো অপারেটিভ বহুমুখী  মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। জাগোনারী র প্রকল্প  কর্মকর্তা কিশোর কুমার দাস এর সঞ্চালনায়, ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান, সদস্য, শিক্ষকবৃন্দ, ভলান্টিয়ার ও দুর্যোগে বিপদাপন্ন এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

মিস্ত্রিপাড়া ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩টায়  প্রকল্পের ব্যবস্থাপক জনাব কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান প্রিন্সের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধন করেন  লতাচাপলী ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো : মিজানুর রহমান, বক্তব্য রাখেন  ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম মস্তফা, সিপিপি উপজেলা  ডেপুটি টীম লিডার  মো: শফিকুল আলম সহ উপস্থিত সকলে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান দেখে মুগ্ধ হয়েছেন এবং এই আয়োজনের খুবই প্রশংসা করেন।

এ বিষয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পটুয়াখালীর উপকূলীয় এলাকায় প্রাকৃতিক ঝড় বন্যা এবং জলোচ্ছ্বাস প্রতি বছর কম-বেশি ক্ষতি করে। সবুজ বন অঞ্চল  দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে বনাঞ্চল রক্ষা করার বিকল্প নেই। জাগোনারীর এই প্রদর্শনীর মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, বন অঞ্চল রক্ষা, দুর্যোগ কালীন সময়ে করণীয় বিষয়গুলো জানতে পেরে ভালো লেগেছে।  

সিপিপি কলাপাড়া উপজেলা ডেপুটি টীম লিডার  মো: শফিকুল আলম জানায়,  নাটক ও জারি গানের মাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন খুবই ভালো একটি উদ্যোগ। শিশু থেকে বৃদ্ধ সকলেই  এই প্রদর্শনটি উপভোগ করেছে।  বিশেষ করে আমার কাছে খুব ভালো লেগেছে। জাগোনারীর এই উদ্যোগকে সাধুবাদ জানাই।  

জাগোনারীর প্রকল্প  কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, জাগোনারী বরগুনার একটি সংস্থা। ২৬ বছরের পথ চলা। জাগোনারীর উদ্যোগে দুর্যোগ এন্টিসিপেট প্রোগ্রাম করতেছি।  সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশ  এর সার্বিক সহায়তা ও রাইমসের কারিগরি সহায়তায় দুর্যোগের আগাম প্রস্তুতি ও সচেতনতামূলক ক্যাম্পেইন করে যাচ্ছি।  প্রাকৃতিক ঝর বন্যা  এবং জলোচ্ছ্বাসে পটুয়াখালীর এই নিম্ন অঞ্চল বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতির হাত থেকে প্রান্তিক জনগোষ্ঠী জেলে,কৃষক, দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষকে সচেতনতার বার্তাটি পৌঁছে দিচ্ছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়