শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০৮:৪৭ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপরাধী যেই হউক কোনো ছাড় দেয়া হবে না : চাঁদপুর পুলিশ সুপার

মিজান লিটন : অপরাধী যেই হউক কোনো ছাড় দেয়া হবে না, বিশেষ করে মাদকের বিরুদ্ধে আমাদের অবস্হান অত্যান্ত কঠিন। মাদক বিক্রেতা, সেবনকারী এবং মাদকের সাথে সংশ্লিষ্ট যে কেউ বিন্দু মাত্র ছাড় পাবে না। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িতদের সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। তথ্য প্রদানকারীদের নাম ঠিকানা আমরা অবশ্যই গোপন রাখবো।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মাসিক ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ধান অতিথির বক্তব্য রাখেন,  পুলিশ সুপার মোঃআঃরকিব (পিপিএম)। বক্তব্যে তিনি আরো বলেন, এই ওপেন হাউজডের মাধ্যমে যদি একটি সমস্যারও সমাধা করতে পারি তাহলেই আমাদের আজকের এই সার্থকতা। চাঁদপুর শহরে আইনসৃন্খলা স্বাভাবিক রাখতে আমরা বদ্ধপরিকর, যেকোনো পরিস্হিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।আপনারা যদি মডেল থানায় এসে বিচার না পান তাহলে সরাসরি আমার কাছে চলে আসবেন। আমরা প্রতিদিন  আপনাদের বিভিন্ন সমস্যার কথা শুনে আইনগত ব্যবস্থা নিচ্ছি। 

মডেল থানার অফিসার ইনর্চাজ বাহার মিয়ার সভাপতিত্বে ও এসআই মোঃ হামিদুর রহমান এর পরিচালনায়,অন্যদের মধ্যে বক্তব্য রাখে,পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ সোহেব আহম্মেদ,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাৎ হোসেন শান্ত,সদর থানা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর খান, সদর উপজেলা জামায়াতের আমির,মাওঃ আফসার উদ্দিন,গনঅধিকার পরিষদের  জেলা আহ্বায়ক কাজী রাছেল,পৌর জামায়াতের আমির এ্যাডভোকেট শাহজাহান খান,
হেফাজত নেতা নুরে আলম সহ চাঁদপুর সদর ও পৌর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়