হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে ফ্লাইওভারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে শাওন বেপারি (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে ভাঙ্গা উপজেলার বগাইল টোল প্লাজার আতাদী ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে।
নিহত যুবক ভাঙ্গা উপজেলার পূর্ব হাসামদিয়া গ্রামের সেলিম বেপারির ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ীর পিছনে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হন সেলিম বেপারি। তিনি একজন ছাত্র ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এম এ নোমান বলেন, বেপরোয়া গতীর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :