শিরোনাম
◈ ফ্যাসিবাদের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো :  শহীদ আব্দুল্লাহর জানাজায় হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ক্ষমা না চাইলে নুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি (ভিডিও) ◈ লাইভে এসে আন্দোলনে গুলিবিদ্ধ জহুর বললেন, মামলা নিয়ে ব্যবসা বন্ধ করুন ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চায় জামায়াত ◈ দুই দিনের ব্যবধানে আবারও কমলো সোনার দাম ◈ ঋণ না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধর করে ভল্টের চাবি ছিনতাই ◈ আর্মি সার্ভিস কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত ◈ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত ◈ এবার আওয়ামী লীগ নেতাদের ক্ষমা চাইতে বললেন সিদ্দিকী নাজমুল আলম ◈ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশে ৭ দিনে ৬৮০ নোটিশ, ১৪৭মামলা, ৪৯ গ্রেপ্তার

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৪, ০৭:৪১ বিকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী থানা পুলিশের অভিযানে ৬জন আসামী গ্রেফতার

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৬ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ, এসআই জসিম উদ্দিন, এসআই আহসান হাবীব, এসআই হাফিজুর রহমান, এসআই গোলাম সরওয়ার ও এসআই দয়াল চন্দ্র ভৌমিকসহ সঙ্গীয় সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার শেখেরখীল ইউপির ৭নং ওয়ার্ডের ফকিরপাড়ার বলি মাঝির বাড়ির মো. আব্দুল আলিমের ছেলে মো. মামুনুর রশীদ (২১), পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর জলদি নোয়াপাড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে আমির হোসেন (৪০), সরল ইউপির ৮নং ওয়ার্ডের পাইরাং এলাকার আজগর হোসেনের ছেলে আসহাব উদ্দিন (২২), একই ইউপির ৫নং ওয়ার্ডের পশ্চিম মিনজিরিতলা এলাকার মো. লোকমানের ছেলে মোস্তাক (৪০), বৈলছড়ী ইউপির ৩নং ওয়ার্ডের সাজু বর বাড়ির শামসুল ইসলামের ছেলে তানভীরুল ইসলাম ওরফে ছোটন (২৪), কালীপুর ইউপির ৯নং ওয়ার্ডের আলীর বর বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ রাশেদ (২৬)।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাঁশখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়