শিরোনাম
◈ সোমবার থেকে ভোজ্যতেলের নতুন দাম: লিটারে কত বাড়ল? ◈ ভারতীয় সীমান্তে চীনা ‘গোয়েন্দা রোবট’ মোতায়েনের জল্পনা, ভাইরাল ভিডিওতে সতর্ক ভারত ◈ বিএনপির সঙ্গে মিত্রদের দূরত্ব বাড়ছে, আসন না পেয়ে ক্ষোভ ◈ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক ◈ এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার ◈ আ‌মে‌রিকার হুমকিতে আমরা ভীত নই, তা‌দের মোকা‌বিলা কর‌তে প্রস্তুত আমরা :  ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ◈ মেসি ম্যাজিকে প্রথমবার মেজর লিগ সকার কাপ জিতলো ইন্টার মায়ামি ◈ খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান ◈ যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে: তারেক রহমান

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৪, ০৭:৪১ বিকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী থানা পুলিশের অভিযানে ৬জন আসামী গ্রেফতার

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৬ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ, এসআই জসিম উদ্দিন, এসআই আহসান হাবীব, এসআই হাফিজুর রহমান, এসআই গোলাম সরওয়ার ও এসআই দয়াল চন্দ্র ভৌমিকসহ সঙ্গীয় সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার শেখেরখীল ইউপির ৭নং ওয়ার্ডের ফকিরপাড়ার বলি মাঝির বাড়ির মো. আব্দুল আলিমের ছেলে মো. মামুনুর রশীদ (২১), পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর জলদি নোয়াপাড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে আমির হোসেন (৪০), সরল ইউপির ৮নং ওয়ার্ডের পাইরাং এলাকার আজগর হোসেনের ছেলে আসহাব উদ্দিন (২২), একই ইউপির ৫নং ওয়ার্ডের পশ্চিম মিনজিরিতলা এলাকার মো. লোকমানের ছেলে মোস্তাক (৪০), বৈলছড়ী ইউপির ৩নং ওয়ার্ডের সাজু বর বাড়ির শামসুল ইসলামের ছেলে তানভীরুল ইসলাম ওরফে ছোটন (২৪), কালীপুর ইউপির ৯নং ওয়ার্ডের আলীর বর বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ রাশেদ (২৬)।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাঁশখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়