জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদীর সীমান্তে মিয়ানমারের লালচরে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি ওমর ফারুক নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। আহত ওমর ফারুক (১৮) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০ টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং পয়েন্টের ওপারে মিয়ানমারের সীমান্তের নাফনদীর সংলগ্ন লালচরে এ ঘটনা ঘটে।
সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০ টার দিকে অবৈধ ভাবে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে নাফনদী সংলগ্ন লালচরে হোয়াইক্যং উত্তরপাড়া গ্রামের ওমর ফারুক খাদ্য ফল (আনার ঘোলা) আনতে মিয়ানমার সীমান্তে লালচরে প্রবেশ করলে সেখানে পুতে রাখা মাইন বিস্ফোরণে তার ডান পায়ে লেগে গুরুতর আহত হয়েছেন।
চেয়ারম্যান আরও বলেন, পরবর্তীতে বিষয়টি ভিকটিমের পরিবারের সদস্যরা জানলে সেখান থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। এব্যাপারে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ জানান, আহত যুবক মিয়ানমার অংশ চলে গিয়েছিল। ফলে মিয়ানমারের পূঁতে রাখা মাইন বিষ্ফোরণে আহত হন
আপনার মতামত লিখুন :