শিরোনাম
◈ পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনালে  নিউজিল্যান্ড ◈ এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮ ◈ মিয়ানমার সঙ্কট বিপর্যয়ে যাওয়ার আগেই ব্যবস্থা নেওয়ার দাবি ◈ যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেলেন সেনাপ্রধান ◈ ফের পাল্টাপাল্টি বহিষ্কারে ভারত কানাডা : কানাডা-ভারত ফের উত্তেজনা ◈ রায়হান রাফী যা বললেন জয়কে বাদ দেওয়ার বিষয়ে ◈ ফরিদপুরের মল্লিকপুরে দুই বাসের সংঘর্ষ, নিহত ৫, আহত ২৫ ◈ তাসমিন দোজা বিমানের প্রথম নারী পরিচালক ◈ সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান গ্রেফতার ◈ (১৫ অক্টোবর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ও স্বর্ণের দাম

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ১২:০০ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাফনদীর মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশী আহত

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদীর সীমান্তে মিয়ানমারের লালচরে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি ওমর ফারুক নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন।  আহত ওমর ফারুক (১৮) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০ টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং পয়েন্টের ওপারে মিয়ানমারের সীমান্তের নাফনদীর সংলগ্ন লালচরে এ ঘটনা ঘটে।

সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০ টার দিকে অবৈধ ভাবে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে নাফনদী সংলগ্ন লালচরে হোয়াইক্যং উত্তরপাড়া গ্রামের ওমর ফারুক খাদ্য ফল (আনার ঘোলা) আনতে মিয়ানমার সীমান্তে লালচরে প্রবেশ করলে সেখানে পুতে রাখা মাইন বিস্ফোরণে তার ডান পায়ে লেগে গুরুতর আহত হয়েছেন।

চেয়ারম্যান আরও বলেন, পরবর্তীতে বিষয়টি ভিকটিমের পরিবারের সদস্যরা জানলে সেখান থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। এব্যাপারে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ জানান, আহত যুবক মিয়ানমার অংশ চলে গিয়েছিল। ফলে মিয়ানমারের পূঁতে রাখা মাইন বিষ্ফোরণে আহত হন

  • সর্বশেষ
  • জনপ্রিয়