শিরোনাম
◈ কাজে ফিরতে চান শ্রমিকরা, উস্কানিতে তৃতীয় পক্ষ ◈ যেসব মামলা হচ্ছে তদন্তে প্রমাণ পাওয়া না গেলে বাদ যাবে নাম : পুলিশ সদর দপ্তরের নির্দেশনা ◈ বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন ◈ আন্দোলনে নিহত ৮৭৫ জন, গুলিতে মৃত্যু বেশি : এইচআরএসএস ◈ যাত্রাবাড়ীতে ট্রাফিক কনস্টেবলকে ছুরিকাঘাত ◈ কক্সবাজারে নারীকে কান ধরিয়ে ওঠবস-মারধর করল যুবক, উল্লাস জনতার ◈ গ্রেফতার হওয়ার পরে যা বলেছিলেন ফারাজ করিমের বাবা (ভিডিও) ◈ খেলার জগৎ নয়, আমাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দেয়া হয়েছে: ক্রীড়া উপদেষ্টা ◈ বাংলাদেশিদের জন্য সৌদি আরবে চালু হলো ই-পাসপোর্ট ◈ গোপালগঞ্জে বিএনপি নেতাদের গাড়িবহরে স্থানীয়দের হামলা, আহত ৩০ (ভিডিও)

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ১০:০২ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২৪, ১০:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটরসাইকেলের তেলের ট্যাংকে ফেনসিডিল, গ্রেপ্তার ১

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া: [২] কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের নওদাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে মিরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

[৩] এ সময় তার কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল, মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল এবং মোবাইল জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন: গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মৌলভী বাহারা গ্রামের আলিম মোল্লার ছেলে ইনায়েত মোল্লা (৩৫) ।

[৪] মিরপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশের একটি দল কুষ্টিয়ার-মেহেরপুর সড়কের মিরপুর  ফুলবাড়ি ইউনিয়নের নওদাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা একটি অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। এ সময় আসামিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেয় মেহেরপুরের গাংনি হতে গোপালগঞ্জের মকসুদপুরে ফেনসিডিল নিয়ে যাচ্ছিল। 

[৫] মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন (পিপিএম-সেবা) স্যারের দিকনির্দেশনায় মিরপুর থানার এসআই দীপন কুমার এবং এএসআই শাজাহান সঙ্গীয় ফোর্সের বিশেষ চেকপোস্ট পরিচালনা কালে আসামিকে ২৫ বোতল ফেনসিডিল, মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল  এবং মোবাইল জব্দ করে ।

[৬] গ্রেপ্তারকৃত আসামির বরাত দিয়ে ওসি বলেন, গ্রেপ্তারকৃত আসামি ইনায়েত মোল্লাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেয় মেহেরপুরের গাংনি হতে গোপালগঞ্জের মকসুদপুরে ফেনসিডিল নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় মিরপুর থানায় গ্রেপ্তারকৃত আসামি ইনায়েত মোল্লার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আগামীকাল তাকে কোটে নেওয়া হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়