শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ১০ জুন, ২০২৪, ০৩:৪৮ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৪, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৃহহীন-ভূমিহীন মুক্ত হচ্ছে ভোলার বোরহানউদ্দিন

মনিরুজ্জামান, বোরহানউদ্দিন: আগামীকাল মঙ্গলবার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদানের কার্যক্রমের উদ্বোধন করবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপহারের ৩৬৫টি ঘর পেয়ে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে দ্বীপ জেলার বোরহানউদ্দিন উপজেলা।

সোমবার সকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.রায়হান-উজ্জামান। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কার্যক্রম চলমান রয়েছে। কর্মসূচির আওতায় বোরহানউদ্দিন উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়া সমাপ্ত হতে যাচ্ছে। তবে এরপরও যদি ভূমিহীন কাউকে পাওয়া যায় তাহলে পরবর্তীতে ব্যবস্থা করা হবে। 

উল্লেখ্য, বোরহানউদ্দিন উপজেলায় ৫ম পর্যায়ে  ২৩৩টি একক ঘর এবং আশ্রয়ণ প্রকল্পের জরাজীর্ণ ব্যারাক হাউস প্রতিস্থাপনপূর্বক নতুনভাবে নির্মিত ১৩২টি একক ঘরহস্তান্তর করা হবে। এ পর্যন্ত উপজেলায় ১ম থেকে ৪র্থ পর্যায় পর্যন্ত ২৯২টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়