শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে র‌্যাব ও ভিসানীতি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠক ◈ অন্যকে দিয়ে সাজা খাটানো সেই যুবলীগ নেতা নাজমুল কারাগারে ◈ দলীয় বিভাজন ভুলে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের ◈ মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখা অবৈধ: হাইকোর্ট  ◈ শহীদ মিনারে হায়দার আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন ◈ ইসরায়েলের বিরুদ্ধে আইসিজের মামলায় মিসর, স্বাগত জানাল হামাস ◈ বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ হবে পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট: পররাষ্ট্রমন্ত্রী ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা  মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে আছে : ওবায়দুল কাদের  ◈ হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৪, ০২:২১ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৪, ০২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মায় ভেসে উঠেছে মাদ্রাসা ছাত্রের মরদেহ

শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ ভেসে উঠেছে। রোববার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাটে স্থানীয়রা মরদেহটি দেখতে পায়।

মরদেহটি আন্ধারমানিক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মক্তব বিভাগের প্রথম শ্রেণির ছাত্র মো. নাঈমের (১০) বলে জানা গেছে। নাঈম সিংগাইর উপজেলার খাসেরচর এলাকার মৃত এলাহির ছেলে। তার বাবা মারা যাওয়ায় মানিকগঞ্জ সদর উপজেলার চর বালিরটেক এলাকায় নানির বাড়িতে থাকতো সে।

নাঈমের মামা আল-আমিন জানান, তিনদিন আগে নাঈমকে মাদ্রাসায় রেখে যাওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষকরা নাঈমের নিখোঁজের বিষয়টি তাদের জানায়নি। তার এক আত্মীয়ের ছেলে একই মাদ্রাসার পড়ে। সে আজ ১০ টার দিকে জানিয়েছে নাঈমের লাশ পদ্মায় ভাসছে। পরে তারা পদ্মার পাড়ে এসেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হবে বলেও জানান তিনি।

মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলাম জানান, নাঈম নিখোঁজ হলেও কয়েকজন ছাত্র জানিয়েছে একজন ছাত্রকে তার নানী নিয়ে গেছে। আমরা ভেবেছি নাঈমকে নিয়ে গেছে। পরে জানতে পারি নাঈম নয়, অন্য এক ছাত্রকে নিয়ে গেছে। নাঈম পদ্মায় গোসলে গিয়ে নিখোঁজ।

নিখোঁজের বিষয়টি পরিবার বা থানায় কেন জানালেন না জানতে চাইলে তিনি বলেন, থানায় জানাইনি, আমাদের ভুল হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর-এ আলম জানান, মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজের বিষয় মাদ্রাসা থেকে লিখিত বা মৌখিকভাবে জানানো হয়নি।

ফরিদপুর নৌ থানা ইনচার্জ মোহাম্মদ ইদ্রিস আলী জানান, খবর পেয়ে ফরিদপুর থেকে নৌ-পুলিশের একটি দল রওয়ানা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়