শিরোনাম
◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব ◈ চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টা অভিযুক্ত আসামীকে জেলহাজতে প্রেরণ ◈ বালিয়াডাঙ্গীতে মির্জা ফখরুলের ভাইয়ের গাড়িবহরে হামলা, আহত ৪ ◈ এবার রাজধানীর মিরপুরে ‘৫ কোটি টাকা’ না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি ◈ আটকের গুজব উড়িয়ে দিলেন সাবেক মন্ত্রী এমএ মান্নান, বললেন ‘ভালো আছি, বাসায় আছি’ ◈ মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, আমি ফাঁইসা গেছি’, গ্রেপ্তার রবিনের দাবি ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০% মূল্য সংযোজন চাহিদা বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি ◈ সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা, বললেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ◈ অন্যায়কারী যেই হোক, প্রশ্রয় নয়: মিটফোর্ড হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তারেক রহমানের

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৪, ০১:৪০ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৪, ০১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইজিবাইক চুরির মামলা 

খাদেমুল বাবুল, জামালপুর: [২] জামালপুরের মেলান্দহের হাজরাবাড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হাসানসহ তিন জনের বিরুদ্ধে মেলান্দহ থানায় ব্যাটারী চালিত ইজিবাইক চুরির মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে মামলার ১ নাম্বার আসামি মো. লেবু মিয়া (৩১) ও ২ নাম্বার আসামি সবুজ মিয়াকে (২২) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। 

[৩] ওই মামলায় মো. মারুফকে (মারুর হাসান) তিন নাম্বার আসামি করা হয়েছে। তিনি উপজেলার হাজরাবাড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হাজরাবাড়ি পৌর এলাকার ব্রাহ্মণপাড়া গ্রামের মো. জহুরুল হকের ছেলে। তবে ধরাছোঁয়ার বাইরে রয়েছে মারুফ।

[৪] উপজেলার টগারচর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে গত ১৭ এপ্রিল মেলান্দহ থানায় মামলাটি দায়ের করেন।

[৫] মোবাইল ফোনে মারুফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তাকে ওই মামলায় উদ্দেশ্যপ্রনোদিত আসামি করা হয়েছে। 

[৬] এ ব্যাপারে মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আরিফুল ইসলাম শাওনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। আমার চাচা মারা গেছেন। পারিবারিক ভাবে আমরা এখন শোকাহত। 

[৭] তবে খোঁজখবর নিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। 

[৮] মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহামেদ বলেন, অটোরিকশা চুরির মামলায় দুই জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামি মারুফ। তিনি হাজরাবাড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক কি না সেটা আমি জানি না। বাদী মামলায় আসামি করেছে। আমরা এখন তদন্ত করে দেখছি। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়