সালসাবিল ইসলাম: আগামী ১ এপ্রিল থেকে ঈদযাত্রার ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ মার্চ) এ তথ্য জানান তিনি। প্রতিদিনের বাংলাদেশ
শরিফুল ইসলাম বলেন, আগে পাঁচ দিনের অগ্রিম টিকিট কেনা যেত এখন ১০ দিনেরটা ক্রয় করা যাবে। টিকিটগুলো কাউন্টার ও অনলাইন থেকে সংগ্রহ করা যাবে।
এর আগে ঈদুল ফিতরের অগ্রিম টিকিট আগামী ৭ এপ্রিল থেকে বিক্রির পাশাপাশি ফিরতি যাত্রার টিকেট শতভাগ অনলাইনে বিক্রির ঘোষণা দিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ।
টিকিট ক্রয়ের জন্য রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল, রেলসেবা অ্যাপ বা যেকোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্মনিবন্ধন যাচাই করে রেজিস্ট্রেশন করতে হবে।
এসআই/এসবি২
আপনার মতামত লিখুন :