মাজহারুল ইসলাম/মাজহার মিচেল: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক আইটি (ভারপ্রাপ্ত) আনোয়ারুল হক বৃহস্পতিবার এ কথা বলেছেন।
তিনি জানান, র্যানসমওয়্যারের মাধ্যমে হ্যাকারের নিয়ন্ত্রণ এখনও নিজেদের কব্জায় না আসার কারণে এখনও ‘বিকল্প ব্যবস্থায়’ অপারেশনাল ই-মেইল চালু রাখা হয়েছে।
তিনি বলেন, আপাতত এ সংকট সমাধানের জন্য তারা ইমেইলের ডোমেইন পরিবর্তন না করে লোকাল সার্ভার বাদ দিয়ে বর্তমানে বিকল্প হিসেবে মাইক্রোসটের ক্লাউড সার্ভার ব্যবহার করা হচ্ছে।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার বলা হয়, ‘শনিবিার বিমানের কিছু সংখ্যক কম্পিউটার ও সার্ভার ম্যালওয়্যার আক্রান্ত হলে সেদিন সঙ্গে সঙ্গে সন্দেহজনক সার্ভার বিচ্ছিন্ন করে ই-মেইল সার্ভিস বন্ধ করা হয়।’
তবে দ্রুত সার্ভার নিয়ন্ত্রণ নিতে এ মহুর্ত পর্যন্ত কোন আলাদা দল গঠন করা না হলেও নিজেদের অভ্যন্তরিন দলকে আরও সক্রিয় করা হয়েছে বলে তিনি জানান।
সিনিয়র সিস্টেম এনালিস্ট (আইটি) মো. নূর ইসলাম বলেন এ সমস্যার সমাধান করতে তারা আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
হ্যাকাররা ঠিক কিভাবে এ সার্ভারের নিয়ন্ত্রণ নিয়েছে এ প্রশ্নের উত্তরে মহাব্যবস্থাপক আইটি (ভারপ্রাপ্ত) আনোয়ারুল হক বলেন, র্যানসমওয়্যারে আক্রান্ত হওয়াকে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। র্যানসমওয়্যার হল বিশেষ এক ধরনের ম্যালওয়ার যা কম্পিউটার বা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। তখন সেই সার্ভারে ঢুকতে গেলে কিংবা ফাইল খুলতে গেলে মুক্তিপণ দাবি করে হ্যাকাররা।
বিমানের অভ্যন্তরীণ কেনাকাটা, শিডিউল, বিলিং ইত্যাদি বিষয়ে ইমেইলে যোগাযোগ করে থাকেন কর্মকর্তারা।
এমআই/এমএম/এসবি২
আপনার মতামত লিখুন :