শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৩, ০৮:০৫ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২৩, ০৮:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাড়া বাড়লো সুবর্ণ এক্সপ্রেসের, কার্যকর ২৫ জানুয়ারি

সুবর্ণ এক্সপ্রেস

সঞ্চয় বিশ্বাস: ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী বিরতিহীন ট্রেন সুবর্ণ এক্সপ্রেসের ভাড়া বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে ভাড়া বেড়েছে স্নিগ্ধা সিটে (এসি) ৮০ টাকা এবং শোভন চেয়ারে (নন-এসি) ২৫ টাকা। আগামী ২৫ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ঢাকাপোস্ট, জাগোনিউজ

রেলওয়ে সূত্র জানায়, সুবর্ণ ট্রেনে দুই ধরনের আসন রয়েছে। এর মধ্যে শোভন চেয়ারের বর্তমান ভাড়া ৩৮০ টাকা যা ২৫ টাকা বেড়ে সেটি দাঁড়াবে ৪০৫ টাকা। স্নিগ্ধা সিটের মূল ভাড়া ভ্যাটসহ ৭২৫ টাকা। ৮০ টাকা বাড়লে ভাড়া গুনতে হবে ভ্যাটসহ ৮০৫ টাকা। 

ঢাকা-চট্টগ্রাম রুটে সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা এক্সপ্রেস নামে দুটি বিরতিহীন ট্রেন চলাচল করে। দুটিতেই গন্তব্যে পৌঁছাতে সোয়া পাঁচ ঘণ্টা সময় লাগে। দীর্ঘদিন ধরে সোনার বাংলা এক্সপ্রেসে সুবর্ণ এক্সপ্রেসের চেয়ে বেশি ভাড়া ধরা হতো। এ জন্য দাম সমন্বয় করতে উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ায় এখন নতুন ভাড়া কার্যকর হচ্ছে।

এ বিষয়ে রেলওয়ের উপ-পরিচালক (টিসি) আনসার আলী আলী বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলরত সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের চেয়ে সোনার বাংলা এক্সপ্রেসের ভাড়া এতদিন বেশি ছিল। কিন্তু দুটি ট্রেনেরই সুযোগ-সুবিধা এক এবং বিরতিহীন সার্ভিস। এখন সোনার বাংলার ভাড়ার সঙ্গে মিলিয়ে সুবর্ণ এক্সপ্রেসের ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে। দুই ট্রেনের ভাড়া একই করা হয়েছে।

সুবর্ণ এক্সপ্রেস প্রতিদিন সকাল ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে। বিকেল সাড়ে ৪টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ে। সপ্তাহে সোমবার এ ট্রেনের সেবা বন্ধ থাকে। অন্যদিকে সোনার বাংলা এক্সপ্রেস প্রতিদিন সকাল ৭টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ে। একই ভাবে ফিরতি পথে প্রতিদিন বিকেল ৫টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ট্রেনের সাপ্তাহিক সেবা বন্ধ থাকে মঙ্গলবার।

এসবি২/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়