শিরোনাম

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৬:১৭ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৬:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সঞ্চয় বিশ্বাস: রাজশাহী বিভাগে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শনিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে প্রত্যাহার করা হয়েছে। রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। ঢাকাপোস্ট, রাইজিংবিডি

তিনি বলেন, রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে মহাসড়কে নসিমন, করিমন, অটোরিকশা বন্ধসহ ৪টি দাবি এক মাসের মধ্যে পূরণের জন্য আশ্বাস দেওয়া হয়েছে। বাকি দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

মহাসড়কে নছিমন-করিমন-ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ করতে ১০ দফা দাবিতে গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করে। 

রাজশাহীতে পরিবহন ধর্মঘট হওয়ায় বিএনপির নেতাকর্মীরা অটোরিকশাসহ তিন চাকার যানে বিএনপির বিভাগীয় গণসমাবেশে আসেন। এতে ভোগান্তিও পোহাতে হয় সাধারণ যাত্রীদের।

এসবিটু/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়