শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৩:০৯ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার জুড়ে যানজট

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে যাত্রীদের ভোগান্তি চরমে। এক দিকে ভ্যাপসা গরম অপর দিকে যানজটের কারণে শিশু ও মহিলা যাত্রীরা হাপিয়ে উঠছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে এ যানজট শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে যানজট চলছিল। জানা যায়, দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্টেশন সংলগ্ন এলাকায় মহাসড়কের সংস্কার কাজ চলছে। সংস্কার কাজ ২৪ ঘণ্টা চলমান থাকায় ঢাকামুখী লেনে গাড়ি চলাচল করতে পারছে না।

ফলে গাড়ির চাপ সৃষ্টি হলে মাধাইয়া এলাকা থেকে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত থেমে থেমে প্রায় ২০ কিলোমিটার এলাকায় এক লেনে গাড়ি চলায় যানজট দেখা দেয় ঢাকা কলেজের ছাত্র জামশেদ মজুমদার জানান, ঢাকার উদ্দেশ্যে ভোর ৬টায় রওনা হন।

৮টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা দাউদকান্দি এলাকায় যানজটে আটকে থাকতে হয়েছে। ঢাকায় পৌঁছাতে আমার সাত ঘণ্টা সময় লেগেছে। বাস চালক একরাম হোসেন বলেন, ঢাকা লেনে সিঙ্গেল করে পরিবহন চলাচলের কারণেই মূলত যানজট সৃষ্টি হয়েছে।

সড়ক বিভাগ যদি পূজা উপলক্ষে সংস্কার কাজে বিরতি দিতো তাহলে মানুষকে অসহনীয় দুর্ভোগ পোহাতে হতো না। দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, যানজট নিয়ন্ত্রণে একাধিক টিম কাজ করছে। গত দুদিন ধরে আমিও রাস্তায় আছি। চেষ্টা করছি যানজট নিরসনের।

কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, মহাসড়কের দাউদকান্দির অংশে সংস্কার কাজ চলছে। পূজার কারণে ঘরমুখো মানুষের চাপ বেশি। তাই যানজটে ভোগান্তি হচ্ছে। আমরা যানজটপ্রবণ এলাকায় মাইকিং করছি।

অলটারনেটিভ হিসেবে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা সড়ক ব্যবহারের অনুরোধ করা হচ্ছে। আমরা জনগণের ভোগান্তি দূর করতে কাজ করছি। কাজ শেষ হওয়া পর্যন্ত সবাইকে একটু ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি।

একটি অংশের কাজ শেষ করে ২৮ দিন কোন গাড়ি ওই অংশে আমরা চলাচল করতে দেই না। যাতে কাজটি মজবুত হয়। এই কারণে সময় বেশি লাগছে। সংস্কার কাজ শেষ হতে আরও অন্তত পাঁচ-ছয় মাস সময় লাগতে পারে। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়