সুজন কৈরী: [২] মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করে র্যাব। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
[৩] র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এম. জে. সোহেল বলেন, আদালত পরিচালনাকালে অবৈধভাবে চাল মজুদ করে রাখার অপরাধে মেসার্স বিসমিল্লাহ এন্টার প্রাইজ, মেসার্স মোরাদ ট্রেডার্স ও মেসার্স মামুন রাইস এজেন্সীকে নগদ ১লাখ টাকা করে জরিমানা করা হয়।
[৪] দণ্ডপ্রাপ্ত অসাধু ব্যবসায়ীরা বেশ কিছুদিন ধরে অবৈধভাবে চাল মজুদ করে রেখেছিলেন। এ কারণে বাজারে চালের দাম বৃদ্ধিতে ব্যাপক প্রভাব সৃস্টি করতো। পরে তারা মজুদকৃত চাল নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বাজারে বিক্রি করছিলেন। সম্পাদনা: সমর চক্রবর্তী
এসকে/এসসি/এনএইচ
আপনার মতামত লিখুন :