মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মারামারি ও গোলাগুলির ঘটনায় দুই পথচারী’সহ ৩জন জন আহত হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে এ ঘটনাটি ঘটে।
[৩] আহতরা হলেন- মো. মামুন (৫০), পথচারী আইনজীবী ভুবন চন্দ্র পাল (৫২) ও আরিফুর (৩৫)। আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আইনজীবী ভুবন চন্দ্র পাল চলন্ত মটরসাইকেল থেকে আহত হন।
[৪] আইনজীবীকে উদ্ধারকারী পাঠাও চালক মিরপুরের বাসিন্দা শামিম জানান, রাত আনুমানিক রাত সাড়ে ৯টায় দিকে শেওড়া থেকে ভাড়ায় আরামবাগ ক্লাব যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল বিজিপ্রেসের বিপরীতে মেইন সড়কে হঠাৎ দুটি বিকট শব্দ হয়। এর পরপর দেখি পেছনের যাত্রী আমার উপর হেলে পড়েন এবং রক্ত ঝাড়ছিল। পরে দেখতে পাই তার মাথায় আঘাত। সেখান থেকে তাকে অন্য একটি গাড়ি যোগে দ্রুত সমরিতা হাসপাতালে নিয়ে যাই। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সাহিদুল ইসলাম সহ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং আহতের মোবাইলের মাধ্যমে তার লোকজনকে সংবাদ দেওয়া হয়।
[৫] আহত ভুবন চন্দ্র শীল তিনি একজন আইনজীবী, গোমতী টেক্সটাইল লি: এর লিগ্যাল এডভাইজার। তার বাসা আরামবাগ। গ্রামের বাড়ি ফেনী ফুলগাজী উপজেলার নোয়াপুর গ্রামের মৃত কৃষ্ণ কুমার শীল এর ছেলে। তার স্ত্রী'র নাম রত্না মজুমদার। এক মেয়ের জনক তিনি।
[৬] পুলিশের (এসআই) সাহিদুল ইসলাম বলেন, লোকটিকে ঢামেকে'র নিউরোসার্জারী বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানে কোনো গোলাগুলি ঘটনা ঘটেছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, সে বিষয়ে আমি জানতে পারেনি, আমি সংবাদ শুনে এসেছি।
[৭] ঢামেক হাসপাতালের নিউরো সার্জারী বিভাগের চিকিৎসক ইনডোর মেডিকেল অফিসার সাহেদ আল ইমরান বলেন, রোগীটির অবস্থা আশঙ্কাজনক। সিটিস্ক্রিনে দেখা গেছে, তার মাথার ভিতর কিছু একটা ডুকেছে বলে মনে হচ্ছে। যা অপারেশনের মাধ্যমে বের করার পর বলা যাবে সেটা কি। তবে তার অবস্থা খুবই সংকটাপন্ন।
[৮] এদিকে, রাত ১টার সময়ে একই এলাকা থেকে মামুন (৫০) নামে ১জনকে আহত অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসেন, একই থানার পুলিশের (এএসআই) রেজাউল। তিনি এবং আহতদের লোকজন কোনো তথ্য না দিয়ে এড়িয়ে যান। তবে তাদের মধ্যে একজন বলেন, তার উপর হামলা, গুলি এবং কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। একই ঘটনায় আরিফ (৩৫) নামে আরেক একজন আহত হয়ে হাসপাতালে আসেন।
[৯] আহত মামুনের পিঠে ৫/৭টি জখমের চিহ্ন রয়েছে, তা ব্যান্ডেস করা। তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে আসা হয়েছে। সম্পাদনা: হ্যাপী
এমআর/এইচএ
আপনার মতামত লিখুন :