মোস্তাফিজুর রহমান: বংশালে ডেকোরেশনের লাইটিং খুলতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে উজ্জল মুন্সী (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) বংশাল কবরস্থানের পাশে সন্ধ্যা ৭টার দিকে চাঁন বাবুলের বাড়ি পাঁচতলা এ ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা ডেকোরেটরের মালিক বিল্লাল মিয়া বলেন, উজ্জ্বল পেশার লাইটিং মিস্ত্রি সে তিন বছর যাবত দিন হাজিরা হিসেবে কাজ করতে।
বংশালে একটি পাঁচতলা ভবনে বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশনের লাইটিং লাগানো হয়েছিল।
গত পরশু বিয়ের অনুষ্ঠান শেষ হয়। আজ সেখানে লাইটিংগুলো খোলার সময় অসাবধানতা বশত উপর থেকে পড়ে গিয়ে আহত হয়। পরে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
বর্তমানে কামরাঙ্গীরচর, বড়গ্রাম চেয়ারম্যান বাড়ির মোড়ে থাকতেন। দুই সন্তানের জনক ছিলেন তিনি।
এসএ
আপনার মতামত লিখুন :